দেশের ভিতরে বিজেপি বিধায়ক যখন তাজমহলকে গুঁড়িয়ে দেওয়ার কথা বলছেন, বিদেশের মাটিতে সেই সৌধ দিয়েই স্বাগত জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আসিয়ান বৈঠকে যোগ দিতে মোদী এখন ফিলিপিন্সে। বিকেলে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতা দেন তিনি। তাঁকে স্বাগত জানাতে ফিলিপিন্সের ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স’ স্থানীয় পত্রিকায় আজ চার পাতা জোড়া বিজ্ঞাপন দিয়েছিল। সেখানে মোদীর ছবির সঙ্গে দেওয়া হয় তাজের ছবি।
অথচ গত মাসে উত্তরপ্রদেশে বিজেপির বিধায়ক সঙ্গীত সোম তাজমহলের ইতিহাস বদলে দেওয়ার কথা বলেছিলেন। সেই ক্ষত মেটানোর জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবশ্য তাজে যান। তাজমহলকে ‘দেশের ঐতিহ্য’ বলে বিতর্ক সামলানোর চেষ্টা করেন। কিন্তু সঙ্গীত সোমের বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেয়নি। আর যোগী সরকার ধাপে ধাপে অযোধ্যাকে তুলে ধরে তাজকে খাটো করারও পরিকল্পনা করছে। কিন্তু গোটা বিশ্বের কাছে তাজমহল এখনও যে মূল আকর্ষণের বিষয়, তা মোদী সরকারও বুঝতে পারছে। সম্প্রতি বেলজিয়ামের রাজা-রানিও ভারত সফরে এসে তাজে ঘুরে গিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় বারাক ওবামাও তাজে যেতে চেয়েছিলেন, নিরাপত্তার কারণে সম্ভব হয়নি। আজ বিদেশের মাটিতেও মোদীকে স্বাগত জানানোর জন্য প্রবাসীরাই ব্যবহার করলেন তাজের ছবি।