প্রধানমন্ত্রী মোদীর মনের কথা গোবর-ধনে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা কেলেঙ্কারি এবং তাতে অভিযুক্ত নীরব মোদীর দেশ থেকে পালানোর ঘটনা সামনে আসার পরে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম ‘মন কি বাত’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৭
Share:

নরেন্দ্র মোদী।

শিবরাত্রির মহিমা থেকে গোবর-ধনের উপকারিতা— বললেন বহুবিধ বিষয় নিয়েই। কিন্তু দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতি এবং তার মূল অভিযুক্ত নীরব মোদীকে নিয়ে মাসিক রেডিও বার্তায় একটিও কথা বললেন না প্রধানমন্ত্রী। যার জেরে বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, নরেন্দ্র মোদীর মনের কথা তা হলে গোবর-ধন!

Advertisement

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা কেলেঙ্কারি এবং তাতে অভিযুক্ত নীরব মোদীর দেশ থেকে পালানোর ঘটনা সামনে আসার পরে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম ‘মন কি বাত’। দু’দিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ এবং দোষীদের শাস্তির কথা বললেও নীরবের নাম নেননি প্রধানমন্ত্রী। স্বাভাবিক ভাবেই বিরোধীরা তা নিয়ে সরব হন। অনেকেই ভেবেছিলেন, এ দিন রেডিও বার্তায় হয়তো নীরব-প্রসঙ্গে কিছু বলবেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদী এ দিন বলেছেন হোলি-শিবরাত্রির মহিমা বা কী ভাবে গোবর-ধন থেকে মহিলারা উপকৃত হতে পারেন তা নিয়ে। বিজ্ঞানের উপকারিতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুফলের কথা বলেছেন। সব ক্ষেত্রে মহিলাদের এগিয়ে আসার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করেছেন। দৈনিক নিরাপত্তার মতো বিষয় নিয়ে বলেছেন। ছত্তীসগঢ় সরকার আয়োজিত ‘ট্র্যাশ মহোৎসব’ (আবর্জনা থেকে সম্পদ তৈরি) নিয়েও বলেছেন। শুধু নীরব থেকেছেন নীরব কেলেঙ্কারি নিয়ে।

আরও পড়ুন: চৌকিদার তো চুপই: রাহুল

Advertisement

লোকসভা ভোটের আগে বারবার নিজেকে জনগণের ‘চৌকিদার’ বলে দাবি করা প্রধানমন্ত্রীর নীরব-কাণ্ডে এই নীরবতাকে আক্রমণ করতে ছাড়ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। রবিবার কর্নাটকে এক সভায় রাহুল বলেন, ‘‘নীরব মোদী ২২ হাজার কোটি টাকা চুরির পান্ডা। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু চৌকিদার একটি শব্দও খরচ করেননি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement