গেমারদের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদি। ছবি টুইটার।
নয়াদিল্লি, ১৩ এপ্রিল: লোকসভা ভোটের আগে ভোটারদের পাশাপাশি অনলাইন গেমারদের মন জয়েও আসরে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি একাধিক গেমারের সঙ্গে সাক্ষাৎ করেন। শনিবার এক্স-হ্যান্ডলে তার ভিডিয়ো প্রকাশিত হয়েছে। মোদীর সঙ্গে গেমারদের ‘গেম অন’ শীর্ষক ওই আলোচনায় উঠে এসেছে গেমিং দুনিয়ার বহু নতুন তথ্য। মোদী জানিয়েছেন, তিনি গেমিং-শিল্পের উন্নতির জন্য কাজ করবেন, যাতে ক্রিয়েটররা আরও উন্নতি
করতে পারেন।
গত কয়েক বছরে মাঠে-ময়দানে খেলার মতোই ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে গেম খেলা বিপুল জনপ্রিয় হয়েছে। বিশেষ করে করোনা-কালে এর জনপ্রিয়তায় আকৃষ্ট হয়েছে যুব সমাজের একটা বড় অংশ। অনেকেই গেমে আসক্তও হয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে তাদের শিক্ষায়। গেম খেলে যেমন টাকা রোজগারের নতুন পথ খুলে গিয়েছে, তেমনই বেড়েছে একে কেন্দ্র করে হিংসা, খুনের মতো ঘটনাও। এ নিয়ে অনেক অভিভাবকই উদ্বিগ্ন। লোকসভা ভোটের প্রচারে সব দলের নেতারা যখন ভোটের প্রচারে ব্যস্ত, তখন মোদী এই গেমারদের উৎসাহই দিলেন। তিনি বলেন ‘‘আজ, অগণিত শিশু-যুব এই পেশা বেছে নিয়েছেন। আপনি তাঁদের থামাতে পারবেন না। তবে আপনি সব সময়ই তাঁদের আরও ভাল দিক নির্দেশনা দিতে পারেন।’’