পদোন্নতিতেও সংরক্ষণ প্রস্তাব

দলিত আইন নিয়ে অধ্যাদেশ ভাবনা

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানান, এক দিকে আইনি স্বার্থরক্ষা এবং অন্য দিকে সরকারি চাকরিতে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত কর্মীদের পদোন্নতির জন্য সংরক্ষণ রাখতে অধ্যাদেশ আনার ভাবনাচিন্তা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ০৪:৪৭
Share:

রামবিলাস পাসোয়ান।

সুপ্রিম কোর্ট না মানলে প্রয়োজনে জারি করা হবে অধ্যাদেশ। কিন্তু কোনও ভাবেই দলিত নির্যাতন প্রতিরোধ আইন লঘু হতে দেবে না মোদী সরকার। দলিত প্রশ্নে সরকার যে আন্তরিক, সেই বার্তা দিতেই আজ অধ্যাদেশ জারি করার ইঙ্গিত দিল কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানান, এক দিকে আইনি স্বার্থরক্ষা এবং অন্য দিকে সরকারি চাকরিতে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত কর্মীদের পদোন্নতির জন্য সংরক্ষণ রাখতে অধ্যাদেশ আনার ভাবনাচিন্তা চলছে।

দলিত কাঁটায় এই মুহূর্তে ক্ষতবিক্ষত বিজেপি। দলিত সমাজের একাংশ যে মুখ ফেরাতে শুরু করেছে, উত্তরপ্রদেশের উপনির্বাচন থেকেই স্পষ্ট। নির্বাচনের আগে ছবিটি বদলাতে অম্বেডকরের জন্মদিন থেকেই ঝাঁপিয়ে পড়েছে সরকার। দলিত প্রশ্নে কেন্দ্র যে আন্তরিক তা প্রমাণে আজ একাধিক অধ্যাদেশ আনার কথা বলেছে তারা। কেন্দ্র জানিয়েছে, দলিত নির্যাতন প্রতিরোধ আইন লঘু করা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই আবেদন খারিজ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে অধ্যাদেশ জারি করে দলিতদের স্বার্থ রক্ষা করা হবে।

Advertisement

ইতিমধ্যেই খসড়া অধ্যাদেশ তৈরি করেছে আইন মন্ত্রক। তবে এখনই তা মন্ত্রিসভায় আনা হচ্ছে না। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তা দেখেই পদক্ষেপ করা হবে। একই সঙ্গে সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সমাজের পিছিয়ে থাকা অংশের কর্মীরা যাতে সংরক্ষণের সুবিধে পান তা সুনিশ্চিত করার জন্য অধ্যাদেশ আনা হবে বলে জানিয়েছেন পাসোয়ান। তবে সেই কর্মী সত্যিই কতটা পিছিয়ে রয়েছেন কিংবা তিনি নিজের কাজে কতটা দক্ষ পদোন্নতিতে সেগুলিও দেখা হবে।

কেন্দ্র আইন লঘু না করার দাবি তুললেও, বিজেপিশাসিত মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থান ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার নির্দেশিকা দিয়েছে। বিষয়টি সামনে এলে আজ মুখ খোলে কেন্দ্র। রাজ্যগুলিকে কড়া বার্তা দিয়ে ওই নির্দেশিকা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা জানান, ‘‘রায় পুনর্বিবেচনার আবেদন জমা রয়েছে শীর্ষ আদালতে। রাজ্যগুলিও কেন্দ্রের পাশে রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement