National news

৫০ দিনের সময়সীমা শেষ, এ বার কী বললেন মোদী?

নববর্ষের উৎসবে সামিল হওয়ার চেয়েও মোদীর ভাষণের প্রতিই উৎসাহ বেশি দেশবাসীর। মোদী কী জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেন? ঠিক কী বললেন মোদী? দেখে নিন...

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১৯:২৪
Share:

ফাইল চিত্র।

৮ নভেম্বর শেষ বারের মতো তাঁকে টিভির পর্দায় দেখা গিয়েছিল। হঠাৎই টিভির পর্দায় উদয় হয়ে এক ধাক্কায় ৫০০-১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছিলেন। সময় চেয়েছিলেন ৫০ দিনের। যে সিদ্ধান্ত নিয়েই আজ অবধি গোটা দেশ তোলপাড়। ৫০ দিনে্র সময়সীমা শেষ। আজ ফের তাঁকে দেখা গেল টিভির পর্দায়। দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন তিনি। নববর্ষের উৎসবে সামিল হওয়ার চেয়েও মোদীর ভাষণের প্রতিই উৎসাহ বেশি দেশবাসীর। মোদী কী জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেন? মোদীর ভাষণ হতাশই করলেন দেশবাসীকে। কী বললেন মোদী দেখে নিন...

Advertisement

Advertisement

• ৬০ দিনের জন্য কৃষিঋণ মকুব। প্রবীণ নাগরিকদের জন্য নয়া প্রকল্প। প্রবীণ নাগরিকদের জন্য ৮ শতাংশ সুদ নিশ্চিত। প্রবীণদের জন্য ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত লগ্নিতে ৮ শতাংশ সুদ নিশ্চিত। ১০ বছরের লগ্নিতে ৮ শতাংশ পর্যন্ত সুদ নিশ্চিত।

• গর্ভবতী মহিলাদের জন্য প্রকল্প। দেশের ৬৫০ জেলা হাসপাতালে পুষ্টিকর খাবার, টীকাকরণ ও প্রসবের জন্য ৬,০০০ টাকা করে দেওয়া হবে।

• ছোট ব্যবসায়ীদের ক্রেডিট গ্যারান্টি এক কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হবে। সরকারের এই সিদ্ধান্তে ছোট ব্যবসায়ীরা ঋণ পাবে।

• ৩ কোটি কিষাণ ক্রেডিট কার্ডকে রূপে কার্ডে পরিবর্তন করা হবে। রবিশষ্যের ঋণ ৬০ দিন পর্যন্ত বহন করবে সরকার।

• গ্রামে ঘর সংস্কারে ২ লক্ষ টাকা ঋণে ৩ শতাংশ ছাড়। গ্রামীন এলাকায় ৩৩ শতাংশ নতুন বাড়ি হবে।

• শহরে ৯ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদের হারে ৪ শতাংশ পর্যন্ত ছাড়। আর ১২ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সুদের হারে ৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

• প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় দু’টি আলাদা স্কিম চালু করা হল।

• সরকার কিছু নতুন প্রকল্প আনতে চলেছে।

• নতুন বছরে প্রত্যন্ত গ্রামে ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে। গ্রামের মানুষ, গরীব, মহিলা, দলিত, পীড়িত মানুষেরা যত উন্নত হবে, দেশ তত উন্নত হবে।

• ব্যাঙ্ককর্মীরা দিনরাত এক করে কাজ করেছেন। কিছু কিছু ব্যাঙ্কে সরকারি কর্মীরা নিন্দাজনক কাজ করেছেন। তাঁদেরও ক্ষমা করা হবে না। যাঁরা চালাকি করছেন তাঁদের সমস্ত রাস্তা বন্ধ।

• নাশকতা, জঙ্গি তৎপরতা সবই কালো টাকার উপর নির্ভর করে চলে। সৎ মানুষকে নিরাপত্তা দেওয়াই সরকারের কাজ।

• মাত্র ২৪ লক্ষ মানুষ জানিয়েছেন, তাঁদের বার্ষিক আয় ১০ লক্ষের বেশি। এটা কি কোনওভাবে বিশ্বাসযোগ্য? অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

• আইন আইনের কাজ করবে। কঠোরভাবে কাজ করবে। সৎ মানুষের জীবন আরও ভাল ভাবে কাটুক। এই সরকার সজ্জনের মিত্র।

• দেশের ভালোর জন্য আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছেন বলে কি দেশবাসী মনে করেন না?

• নতুন বছরে ব্যাঙ্কিং ব্যবস্থাকে স্বাভাবিক করতে বলা হয়েছে। এই দেশের মতো কোথাও এত নগদ নেই।

• জনগণ বুঝিয়ে দিয়েছেন যে তাঁরা সততার সঙ্গে রয়েছেন। আমি বুঝেছি যে আপনারা আমার সঙ্গে রয়েছেন।

• যে ভাবে সরকার এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তা ইতিহাস হয়ে থাকবে।

• ৮ নভেম্বরের পর বোঝা গিয়েছে জনশক্তি কাকে বলে? অনুশাসন কী মানুষ বুঝিয়ে দিয়েছেন।

• দেশের সৎ মানুষদের দুর্ভোগ সহ্য করতে হয়েছে। দেশের মানুষ চরম কষ্ট করেছেন। তাঁরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলেছেন।

• দেশে কালো টাকা, জাল টাকার রাজত্ব চলছিল।

• আমাদের জীবনকে দুর্নীতি, কালো টাকা জড়িয়ে রেখেছিল।

• দীপাবলির পর এমন দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি চাইছিল দেশবাসী।

• দেশজুড়ে শুদ্ধিকরণ যজ্ঞ চলছে।

• দেশবাসীর ধৈর্য এবং সংকল্প ভবিষ্যতের অনেক বছরকে দিশা দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement