Narendra Modi

ভোটের আগে মোদীর গলায় ইন্দোর-বন্দনা

মধ্যপ্রদেশের জয়গান শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। বিরোধী শিবিরের মতে, আন্তর্জাতিক মহলের সঙ্গে ইন্দোরের সংযোগ ঘটিয়ে রাজ্যের ভাবমূর্তির প্রচার এবং ভোটারদের তুষ্ট করা তাঁর লক্ষ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০৬:৫২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। চব্বিশের লোকসভার আগে এই রাজ্যের ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ ইন্দোরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় মধ্যপ্রদেশের জয়গান শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে। বিরোধী শিবিরের মতে, আন্তর্জাতিক মহলের সঙ্গে ইন্দোরের সংযোগ ঘটিয়ে রাজ্যের ভাবমূর্তির প্রচার এবং ভোটারদের তুষ্ট করা তাঁর লক্ষ্য।

Advertisement

আজ প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন যে মধ্যপ্রদেশের মাটিতে হচ্ছে, তাকে দেশের হৃদয় বলা হয়। মধ্যপ্রদেশের মা নর্মদার জল, এখানকার অরণ্য, আদিবাসী, ঐতিহ্য এবং এখানকার আধ্যাত্মিকতা আপনাদের ভ্রমণকে অবিস্মরণীয় করে তুলবে।” তিনি এ-ও বলেন, “ইন্দোর কোনও শহর নয়, এটি প্রবাহমান সময়। এখানকার সাবুদানার খিচুড়ি, কচুরি, সামোসা, সিকঞ্জির কথা উঠলে জিভে জল আর থামে না। স্বচ্ছতার পাশাপাশি ইন্দোর স্বাদের রাজধানীও বটে। এখানে সব কিছুরই স্বাদ অবিস্মরণীয়।” প্রবাসীদের প্রতি মোদীর আহ্বান, “এখানকার আতিথেয়তা এবং অভিজ্ঞতা আপনারা ভুলে যাবেন না। ফিরে গিয়ে সবাইকে বলবেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement