—ফাইল চিত্র।
‘ভারত ছাড়ো’ আন্দোলনের বার্ষিকীতে গাঁধীজির ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ স্লোগানকে নতুনতর অর্থে ফিরিয়ে আনার ডাক দিলেন রাহুল গাঁধী। তাঁর দাবি, এখন দেশে একই ভাবে স্লোগান হওয়া উচিত, ‘‘অন্যায়ের বিরুদ্ধে লড়। ভয় পেয়ো না।’’ শনিবার সকালে হিন্দিতে এ কথা টুইটে লেখেন রাহুল।
রাতে প্রধানমন্ত্রী মোদীও ‘ভারত ছাড়ো’র অনুষঙ্গ মনে করিয়ে দিয়ে স্বচ্ছতা অভিযানের ঢংয়ে স্বাধীনতা দিবস পর্যন্ত ‘জঞ্জাল ভারত ছাড়ো’ অভিযান চালানোর ডাক দেন। উত্তরে রাহুল ফের বিঁধে বলেন, ‘‘কেন নয়? আমরা আর এক ধাপ এগিয়ে অসত্যের আবর্জনা দূর করার কাজেও নামতে পারি!’’ কার্যত ‘সত্যাগ্রহ’ শুরু করার ডাক দেন তিনি। লাদাখ নিয়ে মোদী অসত্য বলেছেন বলে বারবারই অভিযোগ তুলে আসছেন রাহুল।