Narendra Modi

আজ যা স্টার্ট আপ, কাল তা-ই এমএনসি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, গত কয়েক দশকে বিদেশি সংস্থাগুলো ভারতে এসে ব্যবসা-বাণিজ্য করে গিয়েছে। কিন্তু এই দশকে এ দেশে বাণিজ্য করবে জাতীয় বহুজাতিক সংস্থাগুলো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ০৪:১১
Share:

ছবি: পিটিআই।

বহু দিন আগেই ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দিয়েছেন তিনি। আজ ভিডিয়ো কনফারেন্সে ওড়িশার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম), সম্বলপুর’-এর স্থায়ী প্রতিষ্ঠান তৈরির ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েও সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্যপূরণের মন্ত্র হিসেবে আইআইএমকে দেওয়া তাঁর দাওয়াই— ‘‘আজ যা স্টার্ট আপ, তা-ই কাল বহুজাতিক সংস্থা (এমএনসি) হয়ে উঠবে।’’

Advertisement

প্রধানমন্ত্রী জানান, গত কয়েক দশকে বিদেশি সংস্থাগুলো ভারতে এসে ব্যবসা-বাণিজ্য করে গিয়েছে। কিন্তু এই দশকে এ দেশে বাণিজ্য করবে জাতীয় বহুজাতিক সংস্থাগুলো। ‘আত্মনির্ভর ভারত’ গড়ে উঠবে। তিনি বলেন, ‘‘সরকার চায়, এ দেশে আরও বেশি করে স্টার্ট আপ গড়ে ওঠার পরিবেশ তৈরি হোক। এবং সেই সব ব্যবসার দ্রুত উন্নতি হোক।’’ তবে পাশাপাশি এ কথাও জানিয়েছেন তিনি, স্টার্ট আপ তৈরির প্রবণতা বেশি টিয়ার-২, টিয়ার-৩ শহরগুলোতে। এই সব স্টার্ট আপ-এর উন্নতির জন্য পেশাদার ম্যানেজার, দক্ষ কর্মীর প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, আগামী কয়েক বছরে বহু সুযোগ-সুবিধা অপেক্ষা করে রয়েছে তরুণ প্রজন্মের জন্য। তিনি বলেন, ‘‘নতুন দশক শুরু হল। এই দশকে বিশ্বের কাছে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’র নতুন ছবি তুলে ধরার দায়িত্ব আমাদের সকলের।’’

প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সাল পর্যন্ত ১৩টি আইআইএম ছিল দেশে। এখন সেই সংখ্যাটা ২০। এই সব প্রতিষ্ঠানের পড়ুয়াদের হাত ধরেই দেশ ‘আত্মনির্ভর’ হবে বলে আশা মোদীর। তিনি বলেন, ‘‘উদ্ভাবনী শক্তি, একতা, সবাইকে নিয়ে চলাই সাফল্যের মূল মন্ত্র।’’ এ দিকে আজ একটি আমেরিকান পর্যবেক্ষক সংস্থা ‘মর্নিং কনসাল্ট’ তাদের রিপোর্টে দাবি করেছে, ‘সমর্থন রেটিং’-এ ১০০ জনের মধ্যে ৭৫ জন মোদীর পাশে দাঁড়িয়েছেন। বিপক্ষে বলেছেন ২০ জন। রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বের কোনও রাষ্ট্রনেতার কাছে এই বিপুল সংখ্যক সমর্থন নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement