শুরুতেই জোর বকেয়া আর তালাক বিলে

বিল পাশ করাতে না-পেরে তাৎক্ষণিক তিন তালাক নিয়ে একাধিক বার অধ্যাদেশ জারি করেছিল প্রথম দফার মোদী সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ০৪:১৯
Share:

—ফাইল চিত্র।

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই সংখ্যালঘুদের আস্থা অর্জনে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর সঙ্গে ‘সবকা বিশ্বাস’-এর মন্ত্র জুড়ে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সংখ্যালঘু মহিলাদের ভোটের দিকে তাকিয়ে নতুন মোদী সরকার সংসদের প্রথম অধিবেশনেই ফের তাৎক্ষণিক তিন তালাক বন্ধের বিল পাশ করাতে চাইছে। মন্ত্রিসভা আজ এ সংক্রান্ত নতুন বিলে ছাড়পত্র দিয়েছে।

Advertisement

বিল পাশ করাতে না-পেরে তাৎক্ষণিক তিন তালাক নিয়ে একাধিক বার অধ্যাদেশ জারি করেছিল প্রথম দফার মোদী সরকার। শেষ বারে বিরোধীদের আপত্তি মেনে অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তন করা হয়। যেমন, তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অপরাধে

গ্রেফতার হলে আদালত থেকে জামিন পাওয়া যাবে। কোর্টে স্বামী-স্ত্রীর মিটমাটের সুযোগ থাকবে। এবং মিথ্যা অভিযোগ কমাতে একমাত্র প্রতারিত মহিলা ও তাঁর রক্তের সম্পর্কের আত্মীয়রাই পুলিশে নালিশ জানাতে পারবেন। এই সব ব্যবস্থা থাকছে এ বারের বিলেও। নতুন সরকারের তিন মন্ত্রী এ নিয়ে সনিয়া গাঁধীর সঙ্গেও বৈঠক করেছেন।

Advertisement

গত কালই মোদী সরকারের সংখ্যালঘু মন্ত্রক মাদ্রাসা শিক্ষাকে মূল স্রোতে আনার লক্ষ্যে পদক্ষেপ করেছিল। আজ তিন তালাক নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের সঙ্গে এই বিলে লিঙ্গবৈষম্য দূর করারও লক্ষ্য রয়েছে।’’

শুধু তিন তালাক নয়। গত সরকারের আমলে যে সব কাজ আটকে গিয়েছিল, নতুন সরকারের শুরুতেই সে সব অসমাপ্ত কাজ সেরে ফেলতে চান প্রধানমন্ত্রী। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মোবাইলের সিমের জন্য আধার নম্বর নেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। কিন্তু আগেই আধার নম্বর নিয়ে ফেলা মোবাইল পরিষেবা সংস্থা, ব্যাঙ্কগুলি সমস্যায় পড়েছিল। স্বেচ্ছায় আধার নম্বর দেওয়ার রাস্তা খুলতে আধার বিলে সংশোধন করতে এ বার বিল আনা হবে।

গত সরকারের শেষবেলায় মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া ভেঙে দিয়ে স্বাস্থ্য শিক্ষা পরিচালনার জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশন তৈরির বিলও সংসদে পাশ করানো যায়নি। সেই বিলটিও বাজেট অধিবেশনে নিয়ে আসা হবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষক নিয়োগের সময় আদালত গোটা কলেজ-বিশ্ববিদ্যালয়ের বদলে প্রতিটি বিভাগ ধরে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছিল। তাতে ৭ হাজার পদে নিয়োগ আটকে রয়েছে। আদালতের ওই নির্দেশ নাকচ করতেও বিল আনা হবে। তফসিলি জাতি-জনজাতির সংরক্ষণের সঙ্গে আর্থিক অনগ্রসর উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এত দিন জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামের মানুষদের জন্য ৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হত। এ বার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জম্মু-সাম্বা-কাঠুয়ার ৪৩৫টি গ্রামের সাড়ে তিন লক্ষ মানুষকেও সংরক্ষণ দিতে বিল আনছে সরকার।

বাজেট অধিবেশন শুরুর আগে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী পরিষদেরও বৈঠক হয়। সেখানে দু’তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ‘রোডম্যাপ’ মন্ত্রীদের সামনে তুলে ধরা হয়।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement