—ফাইল চিত্র।
অন্ধ্রপ্রদেশ ক্যাডারের বাঙালি বনকর্তা কল্লোল বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠাল নরেন্দ্র মোদী সরকার। কর্নাটকের বল্লারির বিতর্কিত খনি-ব্যবসায়ী তথা বিজেপি নেতা গালি জনার্দন রেড্ডির সংস্থাকে লাইসেন্স খারিজের নোটিস পাঠিয়ে এক দশক আগে শিরোনামে এসেছিলেন এই বনকর্তা।
দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই দুর্নীতি ও অনিয়মে অভিযুক্ত বেশ কয়েক জন আমলাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের দাবি, রেড্ডিদের সঙ্গে অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির প্রশাসনের দুর্নীতিমূলক যোগাযোগ প্রকাশ্যে এসেছিল ১৯৯১ ব্যাচের আইএফএস কল্লোলবাবুর তৎপরতায়। যা গড়ায় সিবিআই তদন্তে। তাৎপর্যপূর্ণ ভাবে, অন্ধ্রের কুর্সিতে এখন ওয়াইএসআর-পুত্র জগন্মোহন রেড্ডি। সরকারি সূত্রের বক্তব্য, প্রাক্তন মুখ্যসচিব দীনেশ কুমারের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার কল্লোলবাবুকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। অন্ধ্রের অনন্তপুরের ডিএফও থাকাকালীন কল্লোলবাবু কিছু ‘অনিয়ম’ করেছিলেন বলে কমিটির অভিযোগ।
তেলুগু সংবাদমাধ্যম জানাচ্ছে, ২০০৯ সালে সংস্থাটিকে নোটিস ধরান তিনি। তার পরেই হুমকির মুখে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথায়, ‘‘এত হুমকি আসছিল যে, এক সময়ে কর্তৃপক্ষকে না-জানিয়ে দফতরে আসা বন্ধ করে দেন কল্লোল। সেই কথাও রিপোর্টে লিখেছে কমিটি।’’