প্রধানমন্ত্রী বিশ্ব ডেয়ারি সম্মেলনে বলেছিলেন, ২০১৪-য় ভারতে ১৪.৬০ কোটি টন দুধ উৎপাদিত হত। প্রতীকী ছবি।
দুধ উৎপাদন নিয়ে দাবিতেও জল মেশানোর অভিযোগ উঠল নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে।
সোমবারই বিশ্ব ডেয়ারি সম্মেলনে গিয়ে তাঁর আমলে দুধের উৎপাদন বিপুল পরিমাণে বেড়েছে বলে বড়াই করেছিলেন মোদী। আজ বিজেপি দাবি করেছে, মোদীর নেতৃত্বেই ভারত দুধের অভাব মিটিয়ে বিশ্বের সব থেকে বেশি দুধ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। তা শুনে কংগ্রেস আজ প্রধানমন্ত্রী তথা বিজেপিকে নিশানা করে বলেছে, পুরোটাই মিথ্যে কথা। ১৯৭০ সালে ভার্গিজ় কুরিয়েনের নেতৃত্বে ‘অপারেশন ফ্লাড’ শুরু হয়েছিল। ১৯৭৫ সালেই দুধে স্বনির্ভর হয়ে গিয়েছিল ভারত। ১৯৯৮ সালে ভারত আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের সব থেকে বেশি দুধ উৎপাদনকারী দেশ হয়ে ওঠে। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ‘‘আমরা জানি বিজেপি ও মোদী মিথ্যে বলায় ও অন্যের কৃতিত্ব চুরি করতে দক্ষ। কিন্তু ‘প্রচারমন্ত্রী’-র প্রচার করতে গিয়ে ভার্গিজ় কুরিয়েনকে অপমান করা হচ্ছে।’’
প্রধানমন্ত্রী বিশ্ব ডেয়ারি সম্মেলনে বলেছিলেন, ২০১৪-য় ভারতে ১৪.৬০ কোটি টন দুধ উৎপাদিত হত। এখন তা ৪৪% বেড়ে ২১ কোটি টনে পৌঁছেছে। কংগ্রেসের মন্তব্য, প্রধানমন্ত্রী মোদী ভুলে যান ২০১৪ সালের আগেও এ দেশের সরকার কাজ করেছে। শুধু মনমোহন সিংহের জমানাতেই দুধ উৎপাদন ৬৫% বেড়েছিল। মোদী স্রেফ ৪৪% দুধ উৎপাদন বাড়িয়েই নিজের ঢাক পেটাচ্ছেন।
কংগ্রেস নেতারা আরও মনে করিয়ে দিয়েছেন, ২০১২ সালে গুজরাতে যখন কুরিয়েন মারা যান, তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তখন নিজের রাজ্যেই ছিলেন। তা সত্ত্বেও কুরিয়েনকে শেষ শ্রদ্ধা জানাতে যাননি তিনি। ‘অপারেশন ফ্লাড’-এর রূপকার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যটুকুও পাননি। মোদী স্রেফ শোকপ্রকাশ করে দায় সেরেছিলেন।