ইউক্রেন সংঘাতের সরাসরি উল্লেখ না করে মোদী তাঁর বক্তৃতায় আন্তর্জাতিক মানচিত্রের ক্রমশ ভাগ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফাইল ছবি।
প্রযুক্তি থেকে স্বাস্থ্য— ‘গ্লোবাল সাউথ’ বৈঠকের শেষে একাধিক উদ্যোগের কথা আজ রাতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, আরোগ্য মৈত্র প্রকল্পের অধীনে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত যে কোনও উন্নয়নশীল দেশকে ওষুধ পাঠানো হবে। আজ ভিডিয়ো মাধ্যমে মোদী তাঁর বক্তৃতায় জানান, ভারত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের পারদর্শিতা ভাগ করে নেওয়ার জন্য (মহাকাশ বা পরমাণু ক্ষেত্রে) উদ্যোগী হবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলির জন্য খোলা হবে উন্নয়ন এবং গবেষণার কেন্দ্র ‘গ্লোবাল সাউথ সেন্টার ফর এক্সেলেন্স’।
ইউক্রেন সংঘাতের সরাসরি উল্লেখ না করে মোদী তাঁর বক্তৃতায় আন্তর্জাতিক মানচিত্রের ক্রমশ ভাগ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‘উন্নয়নশীল দেশগুলি এমন বিশ্বায়ন চায় যা মানবকেন্দ্রিক হবে। যেখানে ঋণের ভারে নত হতে হবে না, অতিমারির টিকায় অসাম্য থাকবে না, আন্তর্জাতিক বণ্টন ব্যবস্থা এক জায়গায় জমা হবে না। মোট ১২৫টি দেশ এই দু’দিনের উন্নয়নশীল দেশগুলির সম্মেলনেযোগ দেয়।’’