নদী শুকিয়ে যাচ্ছে, জল নেই দেশের বড় বড় জলাধারগুলিতে। চেন্নাই থেকে শুরু করে বিভিন্ন শহরে চরম জলসঙ্কট নিত্যদিনের ছবি। এর মধ্যে জল সমস্যার সমাধানে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর মতো জল সংরক্ষণ নিয়ে সামাজিক আন্দোলন গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে আজই ছিল মোদীর প্রথম বারের ‘মন কি বাত’ অনুষ্ঠান। দেশের জলসঙ্কটের মোকাবিলায় এই রেডিয়ো অনুষ্ঠানকেই ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মন্তব্য, ‘‘জলসঙ্কট কাটাতে গোটা দেশে একটি ফর্মূলা মেনে এগোনো সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পদ্ধতি নিয়ে চলতে হবে। তবে লক্ষ্য একটাই, প্রতিটি জলকণার সংরক্ষণ।’’ আর এ জন্য দেশের প্রতিটি নাগরিককে, বিশিষ্টজনদের এ কাজে জোড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রোতাদের উদ্দেশে মোদী বলেন, ‘‘জল সংরক্ষণের জন্য দেশে দীর্ঘ দিন থেকে চালু কোনও পদ্ধতির কথা জানা থাকলে সেই তথ্য সামনে নিয়ে আসুন। এ কাজে সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থার উদ্যোগের কথা জানা থাকলে তা বিস্তৃত ভাবে জানান।’’ জল সংরক্ষণ নিয়ে ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে নাগরিকদের #জনশক্তিফরজলশক্তি ব্যবহার করার জন্য বলেন মোদী। প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশে প্রতিবছর বৃষ্টি থেকে মাত্র ৮ শতাংশ জলই সংগ্রহ করা হয়ে থাকে। তবে এখন যা পরিস্থিতি, ছবিটা বদলে দিতে হবে। আর সে জন্য মানুষের যোগদান জরুরি। জল সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে তাঁর সরকারে ‘জলশক্তি মন্ত্রক’ গড়ে তোলা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে পদক্ষেপ করার জন্য ক’দিন আগে দেশের সব গ্রাম প্রধানদের চিঠি লিখেছিলেন মোদী। গ্রামসভার বৈঠক ডেকে, এ ব্যাপারে যাতে তাঁরা গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসেন, সেই আহ্বান জানিয়েছিলেন তিনি।