Cyber Crime

জঙ্গি নেতার অ্যাকাউন্ট হ্যাক

মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, জরুরি ভিত্তিতে টাকা দরকার। তা যেন নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৮
Share:

প্রতীকী ছবি।

সংঘর্ষবিরতিতে থেকে এবং শান্তি আলোচনা চালিয়েও নাগাল্যান্ডের জনতার কাছ থেকে মোটা টাকা কর আদায় করে বিতর্কে এনএসসিএন (আইএম)। খোদ শান্তিচুক্তির মধ্যস্থতাকারী তথা নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবিও আইএমের বিরুদ্ধে সরব। তার মধ্যেই আইএম সেনাধ্যক্ষ অ্যান্থনি শিমরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সকলের কাছে টাকা চাওয়া শুরু হল।

Advertisement

পরিচিত, অপরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে নাগাল্যান্ডের তথা দেশের সবচেয়ে শক্তিশালী জঙ্গি সংগঠনের সেনাধ্যক্ষ লাখ লাখ টাকা চেয়ে পাঠাচ্ছেন দেখে চমকে যান বার্তাপ্রাপকেরা! মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, জরুরি ভিত্তিতে টাকা দরকার। তা যেন নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। সেই অ্যাকাউন্ট আবার মধ্যপ্রদেশের। টাকার দাবি যাচাই করতে নাগাল্যান্ডের জঙ্গি শিবিরে যোগাযোগ করা হয়। তখনই জানা যায়, সেনাধ্যক্ষের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ নিয়ে সংগঠনের তরফে এ দিন বিবৃতি দিয়ে বলা হয়, ‘নাগা আর্মি’ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। যে বা যারা এই কাজ করেছে- তারা অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ফল খুব খারাপ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement