ফাইল ছবি।
ভারত গোগাভালেকে বিদ্রোহী বিধায়কদের মুখ্য প্রতিনিধি হিসেবে তুলে ধরলেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। টুইট করে জানালেন এ কথা।
মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল আরও চার বিধায়ককে নিয়ে অসম রওনা হয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। একটি চার্টার্ড বিমানে চন্দ্রকান্ত প্রথমে মুম্বই থেকে সুরাতে আসেন, তার পর সেখান থেকে বিমানেই রওনা দেন গুয়াহাটির উদ্দেশে।
বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের দাবি, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। তার মধ্যে ৬-৭ জন নির্দল বিধায়ক রয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘এই সংখ্যা ক্রমশ বাড়বে। এখনও পর্যন্ত আমরা বিজেপির থেকে কোনও প্রস্তাব পাইনি। তাঁদের সঙ্গে আমাদের এই মুহূর্তে আলোচনাও চলছে না।’’ পাশাপাশি তিনি স্পষ্ট জানান, উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের কোনও আলোচনার সম্ভাবনা নেই।
মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব। বর্তমান পরিস্থিতিতে তিনি একটুও চাপে নেই বলে দাবি রাজ্যের মন্ত্রী তথা কংগ্রেস নেতা নিতিন রাউতের। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বেশ হাসিখুশিই দেখলাম। সরকার বিপদে পড়লে তিনি নিশ্চয়ই হাসতে পারতেন না। এর অর্থ সরকারের সামনে কোনও সঙ্কট নেই। সব ঠিক আছে।’’
পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনও আলোচনাই হয়নি। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর।
কাজিরাঙা দারুণ জায়গা। যাঁরা প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে চান, ওখানে যেতেই পারেন ঘুরতে। শিবসেনা ও নির্দল বিধায়কদের নিয়ে একনাথের অসমে চলে যাওয়া প্রসঙ্গে বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রের এনসিপি বিধায়কদের বৈঠকে ডাকলেন শরদ পওয়ার।
মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী বালাসাহেব থোরাট জানান, সরকারের কোনও সমস্যা নেই। পুরো ৫ বছর এমভিএ সরকার চলবে বলে দাবি করেন তিনি।
যতক্ষণ না সমস্ত বিদ্রোহী বিধায়ক মুম্বই ফিরছেন, কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হবে না। জানালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘‘আমি বর্ষা (উদ্ধবের বাসভবন) যাচ্ছি। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যা সিদ্ধান্ত হবে তা নেওয়া হবে মহা বিকাশ আগড়ির সমস্ত সদস্যদের উপস্থিতিতেই। ’’
শিবসেনা বিধায়কদের গুয়াহাটির পাঁচ তারা হোটেলে রাখার ব্যবস্থা করে দিয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমনই অভিযোগ বিরোধীদের। অসম যখন বন্যায় ডুবছে, তখন অন্য রাজ্যের বিধায়ক ভাঙানোর অপচেষ্টা কি না করলেই নয়! হিমন্তকে নিশানাকরে টুইট তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের।
সুরাত থেকে নাগপুর ফিরে শিবসেনা বিধায়ক নিতিন দেশমুখের অভিযোগ, ‘‘আমাকে অপহরণ করা হয়েছিল, জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে আমি হাজির থাকতে পারি। কিন্তু আমি উদ্ধব ঠাকরের সঙ্গে আছি।’’
একনাথ শিন্ডের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে কেঁদে ফেললেন শিবসেনা কর্মীরা। অউরঙ্গাবাদে একটি শিবসেনার মহিলা শাখার একটি প্রতিবাদ সমাবেশে কাঁদতে দেখা যায় নেত্রী ও কর্মীদের।
মহারাষ্ট্রের ওসমানাবাদের শিবসেনা বিধায়ক কৈলাস পাটিলের অভিযোগ, তাঁকে ভুল বুঝিয়ে গুজরাত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন একনাথ শিন্ডের লোকেরা। কিন্তু তিনি বুঝতে পেরে পালিয়ে ফিরে আসেন।
বিকেল ৫টায় উদ্ধবের বাসভবনের বৈঠকে যে শিবসেনা বিধায়ক হাজির থাকবেন না, তাঁর দলীয় সদস্যপদ বাতিল করতে পারে শিবসেনা বলে সূত্রের খবর।
মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে বৈঠকে বিজেপি-ও। আসন্ন রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আসনের অঙ্ক নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লি গিয়েছিলেন দেবেন্দ্র। সেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন তিনি।
বিকেল ৫টায় বিধায়কদের বৈঠকে ডাকল শিবসেনা। মুখ্যমন্ত্রী উদ্ধবের বাসভবনের সেই বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত শিবসেনা বিধায়ককে।