ধৃতের বিরুদ্ধে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মুজফ্ফরপুর পুলিশ। প্রতীকী ছবি।
মন্দিরের ভিতরে মূত্রত্যাগ করার অভিযোগে বিহারের মুজফ্ফরপুর শহরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। যদিও অভিযুক্তের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের ছেলে মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় এলাকায় শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে রবিবার সংবাদমাধ্যম সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মুজফ্ফরপুর শহরের দিওয়ান রোডের বাসিন্দা। মন্দিরের পুরোহিতের অভিযোগ, শনিবার সন্ধ্যায় চটি পরেই মন্দিরে ঢুকে পড়েন যুবকটি। তাঁকে হন্তদন্ত হয়ে বিগ্রহের সামনে যেতে দেখেই চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন। তবে তত ক্ষণে মন্দিরের এক কোণায় চলে যান যুবকটি। সেখানে প্রস্রাব করতে থাকেন। যা দেখে যুবকের উপর চড়াও হন মন্দিরে উপস্থিত বহু ভক্ত।
মুজফ্ফরপুর থানার ভারপ্রাপ্রাপ্ত আধিকারিক বলেন, ‘‘মন্দিরের ভিতর মূত্রত্যাগের অভিযোগ উঠতেই এলাকায় অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। ভক্তদের মারধরে আহত অভিযুক্তকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।’’ যদিও ধৃতের পরিবারের সদস্যদের দাবি, মানসিক ভাবে সুস্থ নয় তাঁদের ছেলে। এ বিষয়ে পুলিশের কাছে যথোপযুক্ত প্রমাণও দাখিল করবেন তাঁরা।