Muslim candidate wins ward in Ayodhya

গেরুয়া অযোধ্যায় বড় জয় সুলতানের, হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

সুলতান মোট ভোট পেয়েছেন ৯৯৬টি। যা মোট ভোটের ৪২ শতাংশ। দ্বিতীয় স্থানে আর এক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী শেষ করেছেন তৃতীয় স্থানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

অযোধ্যা শেষ আপডেট: ১৪ মে ২০২৩ ১৩:৪৬
Share:

অযোধ্যায় পুরভোটে বিপুল ভোটে জিতলেন এক মুসলিম তরুণ। ছবি: সংগৃহীত।

রামচন্দ্রের অযোধ্যায় পুরভোটে একটি ওয়ার্ডে বিপুল ভোট পেয়ে জিতলেন এক মুসলিম তরুণ। তাঁর নাম সুলতান আনসারি। তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে। হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে খুশি হিন্দু, মুসলিম সবাই।

Advertisement

শনিবার প্রকাশিত পুরভোটের ফল বলছে, অযোধ্যার মেয়র ভোটে জিতেছে বিজেপি। অযোধ্যার মোট ৬০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে ২৭টি ওয়ার্ডে। এসপি জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তার মধ্যে অন্যতম রাম অভিরাম দাস ওয়ার্ড। সেখানেই জয়ী হয়েছেন সুলতান।

রাম জন্মভূমির ঠিক পিছন দিকে অবস্থিত এই এলাকার বাসিন্দা ছিলেন রাম অভিরাম দাস। রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম পুরোধা রাম অভিরামের নামেই ওয়ার্ডের নামকরণ হয়। সেই ওয়ার্ডেই বাজিমাত করলেন সুলতান। জয়ের পর সুলতান সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘‘এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের সেরা উদাহরণ হতে পারে।’’

Advertisement

রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম জনসংখ্যা নগণ্য। হিন্দু ভোট ৩,৮৪৪টি, সেখানে মুসলিম ভোট কেবলমাত্র ৪৪০। জয়ী সুলতান একাই পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৪২ শতাংশ। মোট ভোট পেয়েছেন ৯৯৬টি। দ্বিতীয় স্থানে আর এক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী শেষ করেছেন তৃতীয় স্থানে।

সুলতান যোগ করেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তাঁরা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে।’’

ওই ওয়ার্ডের বাসিন্দা অনুপ কুমার বলছেন, ‘‘মানুষ বাইরে থেকে অযোধ্যাকে দেখেন আর ভাবেন এখানে মুসলিম ধর্মাবলম্বীরা থাকেন কী করে! কিন্তু এখন দেখুন, মুসলিমরা যে থাকেন শুধু নয়, তাঁরা অযোধ্যায় ভোটেও জেতেন।’’

ওই ওয়ার্ডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সৌরভ সিংহ বলছেন, ‘‘অযোধ্যা গোটা দুনিয়ায় রামমন্দিরের জন্য বিখ্যাত হয়েছে ঠিকই কিন্তু এখানে মুসলিমদেরও পবিত্রস্থান আছে। আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement