—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মুম্বইয়ের এক স্কুলে বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, বাণিজ্যনগরীর যোগেশ্বরী-ওশিওয়ারা এলাকার একটি স্কুল কর্তৃপক্ষ হুমকি ইমেল পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও।
মুম্বই পুলিশ জানিয়েছে, বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলে। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। তবে ইমেল প্রেরক নিজেকে ‘আফজ়ল গ্যাং’-এর সদস্য বলে পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। গত মাসে দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি। দিন কয়েক আগেই ডিপিএস আরকে পুরম-সহ রাজধানীর প্রায় ২০টি স্কুলে বোমা রাখার হুমকিবার্তা পাঠানো হয়েছিল। পরে জানা যায়, বার্তাটি ভুয়ো।