Yogi Adityanath

যোগীকে হুমকি দিয়ে ধৃত তরুণীকে মুক্তি দিল মুম্বই পুলিশ, জানাল, মানসিক সমস্যা রয়েছে ফতিমার

রবিবার ফতিমাকে ঠাণের উলহাসনগর থেকে আটক করার পর মুম্বই এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২৪ ঘণ্টা পর, সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
Share:

যোগী আদিত্যনাথ। — ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ফতিমা খানকে সোমবার মুক্তি দিল মুম্বই পুলিশ। রবিবার তাঁকে ঠাণের উলহাসনগর থেকে আটক করার পর মুম্বই এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ২৪ ঘণ্টা পর, সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪ বছরের ওই তরুণীর মানসিক সমস্যা রয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফতিমা পরিবারের সঙ্গে ঠাণের উলহাসনগরে থাকেন। তাঁর বাবার কাঠের ব্যবসা রয়েছে। ওই তরুণী উচ্চশিক্ষিতা। তবে তাঁর মানসিক সমস্যা রয়েছে। প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই পুলিশ।

শনিবার মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্‌সঅ্যাপ মারফত হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছিল। একটি অচেনা নম্বর থেকে বার্তায় বলা হয়েছিল, যোগী ১০ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ না ছাড়লে তাঁর পরিণতিও মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকির মতো হবে। ওই হুমকিবার্তার পরই মুম্বই পুলিশের জঙ্গিদমন শাখা (এটিএস) এবং পুলিশ যৌথ অভিযান শুরু করে। হোয়াট্‌সঅ্যাপের সূত্র ধরে শুরু হয় তল্লাশি। তার পর আটক করা হয় ফতিমাকে। মহারাষ্ট্রে ২০ নভেম্বর বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে প্রচারে আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। সে কারণে হুমকিবার্তা পেয়ে মুম্বই পুলিশ আরও বেশি করে সক্রিয় হয় বলে সূত্রের খবর।

Advertisement

সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় লরেন্স বিশ্নোইয়ের দুষ্কৃতীদল জড়িত থাকার তত্ত্ব উঠে এসেছে। খুনের সঙ্গে লরেন্সের দলের কোনও যোগ সত্যিই ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement