প্রতীকী চিত্র।
ট্রাফিক সিগন্যালে আটকে পড়তে কার ভাল লাগে! অনেকেই ধৈর্য হারিয়ে হর্ন বাজারে শুরু করেন। ভাবেন, হর্ন বাজালে ট্রাফিক সিগন্যাল দ্রুত সবুজ হয়ে যাবে। কিন্তু তাতে লাভ তো কিছু হয়ই না, উল্টে শব্দ দূষণ হয়। এবার সেই সমস্যার সমাধান খুঁজে বের করেছে বাণিজ্য নগরীর পুলিশ। এবার ধৈর্য ধরতে শিখুন। না হলে আরও অপেক্ষা আরও দীর্ঘতর হবে।
মুম্বই পুলিশ এবার ট্রাফিক সিগন্যালে এমন একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে হর্ন বাজালেই সিগন্যাল সবুজ হতে আরও বেশি সময় নেবে। ৩১ জানুয়ারি নিজেদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করেছে মুম্বই পুলিশ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাফিক সিগন্যালে কাউন্টডাউন চলছে, ২০-১৯-১৮-১৭-১৬-১৫...। কিন্তু মানুষ গাড়ি, বাইক নিয়ে এইটুকু সময়ও অপেক্ষা করতে রাজি নন, সমানে হর্ন বাজিয়ে চলেছেন। হঠাত্ই দেখা যায়, কাউন্ডডাউন আবার ৯০ থেকে শুরু হয়ে যাচ্ছে। অবাক হচ্ছেন মানুষ, কী হল আবার ৯০ থেকে শুরু হল কেন?
আরও পড়ুন: মেয়ে বিয়ে করবে জানতে পেরে কী বললেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস
আসলে মুম্বই পুলিশ ‘পানিশিং সিগন্যাল’ ব্যবস্থাচালু করেছে। সিএসএমটি, বান্দ্রা, পেড্ডার রোড, হিন্দমাতা এলাকায় কিছু সিগন্যালে বিশেষ যন্ত্র বসানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হর্নের শব্দ ৮৫ ডেসিবেলের বেশি হলেই ফের নতুন করে ৯০ চালু হচ্ছে কাউন্টডাউন।
আরও পড়ুন: এত বড় মশা! ভিনগ্রহী নয় তো, প্রশ্ন নেটিজেনদের
ট্রাফিক সিগন্যালে এভাবে হর্ন বাজানোর সমস্যার সমাধান করতে এই ব্যবস্থা নিয়েছে মুম্বই পুলিশ। সিগন্যালে লাগানো একটি ডিসপ্লেতে ইংরেজিতে ভেসে উঠছে,‘বেশি হর্ন দিলে, বেশি অপেক্ষা করতে হবে’। ভিডিয়োর শেষে একটি বার্তা দেওয়া হয়েছে, ‘যদি অপেক্ষা করতে আপত্তি না থাকে, তবে যত ইচ্ছে হর্ন বাজান’।
আরও পড়ুন: মহিলার টি-শার্ট ধরে টানছেন নিরাপত্তা কর্মী
এই ব্যবস্থা যদি দেশের সব রাস্তায়, সব সিগন্যালে চালু হয় তবে ট্রাফিকে অধৈর্য হয়ে হর্ন বাজানোর সমস্যা মিটে যেতে পারে বলে আশা। নেটিজেনরাও এই বিষয়টিকে প্রশংসার চোখেই দেখছেন।
দেখুন সেই ভিডিয়ো: