National Police

থানাতেই অভিযোগকারীর জন্মদিন পালন করে চমকে দিল মুম্বই পুলিশ

সাকিনাকা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অনিশ। কিন্তু তাঁর জন্য যা অপেক্ষা করছিল, সেটা কল্পনাতেও আনতে পারেনননি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৭ ১৩:১৩
Share:

অভিযোগকারীকে কেক খাওয়াচ্ছেন সাকিনাকা থানার পুলিশ। ছবি: মুম্বই পুলিশের টুইটার থেকে।

‘মনের দিক থেকে কঠোর, আর হৃদয়ের দিক থেকে সোনা’— এমন ভাবেই পরিচয় দেওয়া হয় তাদের। তারা মুম্বই পুলিশ। সম্প্রতি ফের একটি ঘটনায় আবারও তারা প্রমাণ করল, তাদের নিয়ে যে প্রবাদের জন্ম, সেটার অসম্মান করতে আদৌ রাজি নয় তারা।

Advertisement

আরও পড়ুন: মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে পা পিছলে ৩৫০০ ফুট খাদে, মৃত্যু যুবকের

সাকিনাকা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন অনিশ। কিন্তু তাঁর জন্য যা অপেক্ষা করছিল, সেটা কল্পনাতেও আনতে পারেনননি। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর অনিশ সবে থানা থেকে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগেই এক পুলিশকর্মী এসে তাঁকে থামিয়ে দেন। অনিশ প্রথমে একটু হকচকিয়ে যান। তবে কি কোনও ভুল-ত্রুটি হয়েছে? চমকের আরও বাকি ছিল তাঁর জন্য। এর পরই এক পুলিশকর্মী কেক নিয়ে ঘরে ঢোকেন। কাটা হয় কেক। তার পর অনিশের জন্মদিন পালন করে, তাঁকে কেক খাওয়ান পুলিশকর্মীরা। এমনই অনভিপ্রেত ঘটনায় স্তম্ভিত হয়ে যান অনিশ। পুলিশের কাছ থেকে এমন ব্যবহারে তিনি তো আপ্লুত।

Advertisement

আরও পড়ুন: শুধু মুগলসরায় নয়, সম্প্রতি বদলেছে এই স্টেশনগুলির নামও

' ' 😊

কিন্তু অনিশের যে জন্মদিন ছিল সেটা জানল কী ভাবে সাকিনাকা থানার পুলিশ?

এক অফিসার জানান, অনিশের করা এফআইআর থেকে তাঁর সম্পর্কে তথ্য পাওয়া যায়। তখনই বোঝা যায়, এ দিনই অভিযোগকারীর জন্মদিন। ব্যস! সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাঁর জন্মদিন পালনের বিষয়টি। ঘটনাটি ছবি দিয়ে টুইটও করা হয়। ইতিমধ্যেই সেটা ভাইরাল। প্রচুর শেয়ার ও লাইক পড়েছে। মুম্বই পুলিশের এই অভিনব ভাবনাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ দিয়েছেন অনিশ নিজেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement