ছবি: সংগৃহীত।
টিআরপি জালিয়াতি মামলার অভিযুক্ত হিসেবে এ বার গ্রেফতার করা হল রেটিং সংস্থা ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল’ (বিএআরসি)-এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত। বৃহস্পতিবার মুম্বই পুলিশের ‘ক্রাইম ইনটেলিজেন্সি ইউনিট’ (সিআইইউ) পুণে থেকে পার্থকে গ্রেফতার করে। তাঁকে ধরে এই মামলায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হল।
মুম্বই পুলিশ সূত্রের খবর, পুণে জেলার রায়গড় থানা এলাকা থেকে পার্থকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তাঁকে মুম্বইয়ে এনে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টিআরপি জালিয়াতি মামলার ১৪তম অভিযুক্ত হিসেবে বিএআরসি-র প্রাক্তন চিফ অপারেটিং অফিসার রোমিল রামগড়িয়াকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। তার আগে ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয়, মামলার ১৩ তম অভিযুক্ত রিপাবলিক টিভি-র সিইও বিকাশ কাঞ্চনদানিকে।
আরও পড়ুন: ক্ষতে প্রলেপ দিতে বড়দিনে মোদীর ‘সভা’, তবু বৈঠকে ‘না’ চাষিদের
টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে রিপাবলিক-সহ তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং-রিগিংয়ের অভিযোগ আনে মুম্বই পুলিশ। এর পরই তদন্ত শুরু হয়। এই জালিয়াতি কাণ্ডে রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীরও নাম উঠে আসে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী খট্টরকে হত্যার চেষ্টা! ১৩ কৃষকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের
টিআরপি মাপার জন্য টেলিভিশন রেটিং সংস্থা বিএআরসি বিভিন্ন বাড়িতে ব্যারোমিটার নামে একটি যন্ত্র বসাত। অভিযোগ, সেই যন্ত্র যে যে বাড়িতে বসানো হত তার বাসিন্দাদের রিপাবলিক টিভি-সহ কিছু চ্যানেল টাকা দিয়ে বেশিক্ষণ নিজেদের চ্যানেল দেখার বন্দোবস্ত করত। টিআরপি নিয়ে এই জালিয়াতির অভিযোগ সামনে আসার পরে বিএআরসি গোটা প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে বলে জানায়। সেই সঙ্গে বর্তমান মূল্যায়ন পদ্ধতিও স্থগিত রাখার কথা ঘোষণা করে।