Mumbai

‘বিস্ফোরণে উড়িয়ে দেব মুম্বই’, টুইটারে হুমকি! অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিল পুলিশ

অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় মুম্বই পুলিশ। যদিও অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ্যে আনেননি পুলিশকর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:১৬
Share:

জঙ্গিহানার সাক্ষী মুম্বইকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয়। —ফাইল ছবি।

বিস্ফোরণ ঘটিয়ে শীঘ্রই গোটা মুম্বই শহরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এক অজ্ঞাতপরিচয় টুইটার ব্যবহারকারী। তবে পরিচয় গোপন করলেও তাঁকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এমনই জানিয়েছে মুম্বই পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১১টা নাগাদ ওই অভিযুক্ত টুইটারে হুমকি দেন, ‘‘বিস্ফোরণ ঘটিয়ে শীঘ্রই মুম্বই শহর উড়িয়ে দেব।’’ সমাজমাধ্যমে ওই হুমকিবার্তা দেখে তৎপর হয় মু্ম্বই পুলিশ। অভিযুক্তকে চিহ্নিত করার পর তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় তারা। যদিও অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ্যে আনেননি পুলিশকর্তারা।

সংবাদমাধ্যমের কাছে মুম্বই পুলিশের এক শীর্ষকর্তা বলেন, ‘‘অনলাইনে হুমকির ঘটনায় ধৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর জেরা করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement