National News

‘বিপদে পড়লে আমার বাড়িতে আসুন’, সাহায্যের হাত বাড়াল মুম্বই

কোমর জলের তলায় অচল বাণিজ্যনগরী। সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। অফিসফেরতা মানুষ আর গাড়ির ঢল তখন মুম্বইয়ের রাস্তায়। কেউ আবার আটকে পড়েছেন অফিস বা স্কুল-কলেজেই। ভয়াবহ সেই অবস্থাতেই হাল ধরল মুম্বইয়ের টুইটার ওয়ার্ল্ড।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১২:২৬
Share:

মঙ্গলবার এমনই চিত্র দেখা গিয়েছিল গোটা মুম্বই জুড়ে। ছবি: পিটিআই

বাইরেটা তখন বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। কোমর জলের তলায় অচল বাণিজ্যনগরী। সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। অফিসফেরতা মানুষ আর গাড়ির ঢল তখন মুম্বইয়ের রাস্তায়। কেউ আবার আটকে পড়েছেন অফিস বা স্কুল-কলেজেই। ভয়াবহ সেই অবস্থাতেই হাল ধরল মুম্বইয়ের টুইটার ওয়ার্ল্ড।

Advertisement

আরও পড়ুন: জলের তলা থেকে একটু একটু করে মাথা তুলছে বাণিজ্যনগরী

নিজের বাড়ির দরজা খুলে অজানা-অচেনা অতিথিকে সাদর আমন্ত্রণ জানালেন মুম্বইবাসী। মঙ্গলবার সারা দিন ধরেই টুইটারে দেখা গেল এমনই হাজার হাজার বার্তা। #MumbaiRains ট্যাগে শুরু হয় সেই বার্তার আদানপ্রদান। কেউ জানান, ৮-৯ জন মানুষকে আশ্রয় দেওয়ার জায়গা রয়েছে তাঁর বাড়িতে। সঙ্গে দেওয়া হয় বাড়ির ঠিকানাও। জানানো হয়, সকলেই তাঁর বাড়িতে স্বাগত।

Advertisement

আরও পড়ুন: ২০০৫-এর স্মৃতি উস্কে বানভাসি মুম্বই

আনন্দ দাভে যেমন জানিয়েছেন, সান্তাক্রুজের কাছে কেউ আটকে পড়লে তাঁর বাড়িতে ওয়েলকাম। আশ্রয়ের পাশাপাশি খাবার এবং জলও পাওয়া যাবে।

কেউ আবার মুলুন্দের কাছে নিজের অফিসে বিপদে পড়া মানুষদের স্বাগত জানিয়েছেন।

দিশা জানিয়েছেন, তিনি পোয়াইতে থাকেন। যে কেউ সাহায্য পেতে চাইলে তাঁর বাড়িতে আসতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement