Mumbai Weather

ফের বানভাসি মুম্বই, জারি চূড়ান্ত সতর্কতা, আরও বৃষ্টির পূর্বাভাস, বিপর্যন্ত জনজীবন

সকাল থেকেই রেল ও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়। ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হয় সেন্ট্রাল মুম্বইয়ে। একই হাল দক্ষিণ মুম্বইয়েরও। 

Advertisement

সংবাদসংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৪
Share:

বৃষ্টির জলে ডুবে গিয়েছে রেললাইন। ছবি: এপি

এক রাতের বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত বানিজ্যনগরী মুম্বই। শহরের যান চলাচল সম্পূর্ণ ব্যহত। প্রশাসনের তরফে শহরের সমস্ত স্কুল ২৪ ঘণ্টার জন্যে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত ১০টা নাগাদ বৃষ্টি শুরু হয় মুম্বইয়ে। দেড় ঘণ্টার বেশি সময় একটানা বৃষ্টি চলতে থাকে। এই বৃষ্টির জেরেই জল জমতে শুরু করে নীচু এলাকাগুলিতে। রাত থেকেই যান চলাচলে সমস্যা শুরু হয়। রাত বাড়লে বাড়তে থাকে বৃষ্টির দমক। ফলে সকাল থেকেই রেল ও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়। ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হয় সেন্ট্রাল মুম্বইয়ে। একই হাল দক্ষিণ মুম্বইয়েরও।

আবহাওয়া দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। প্রবল বর্ষণে ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে সান্তাক্রুজ, ঠাণে, দাহানুজের বহু এলাকা। এখানেই শেষ নয়, আবহবিদ‌রা আরও বড় বিপদের সঙ্কেত দিচ্ছেন। তাঁদের মতে, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাত হবে শহর জুড়েই। বিপদসীমার উপর দিয়ে বইছে মিঠি নদী। প্রশাসনের তরফে উদ্ধারকারী দলকে নদী অববাহিকায় পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলার জন্যে। যে কোনও সমস্যায় বাসিন্দাদের ১০০ডায়াল করতে অনুরোধ করছে মুম্বই পুলিশ।

Advertisement

আরও পড়ুন:মা-মেয়ের তৎপরতায় ধরা পড়ল ছিনতাইবাজ, তার পর চলল গণধোলাই! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: পাথর বিক্ষোভে গিয়ে জখম যুবকের মৃত্যু এক মাস পর, উপত্যকায় বাড়ল নিরাপত্তা

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন এদিন সকালে টুইটারে পরিস্থিতি ব্যাখ্যা করে স্কুল ছুটির কথা ঘোষণা করে। একই সঙ্গে জানানো হয়, যে সব স্কুলে শিক্ষক-ছাত্ররা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, তাঁরা যেন নিরাপদ জায়গায় পৌঁছে যান। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যেতে বারবার নিষেধ করা হয়েছে মুম্বইবাসীদের। যুব সেনার প্রধান আদিত্য ঠাকরে টুইটরে লিখেছেন, ‘‘গোটা সেপ্টেম্বরে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা এক দিনেই হয়ে গেল। ’’

মেটেরোলজি বিভাগের ডেপুটি ম্যানেজার জানাচ্ছেন, সেপ্টেম্বরে বৃষ্টিপাত গড়মাত্রা ছাড়িয়ে গিয়েছে। গণেশ চতুর্থী উদ্‌যাপনের দ্বিতীয় দিনে এই দুর্যাগ মুম্বইকরদের আনন্দ অনেকটাই মাটি করে দিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement