আন্ধেরি রেস স্টেশনের এস্কালেটরে গোলযোগ। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ব্যস্ত সময়। এসক্যালেটরে প্রচুর যাত্রীর ভিড়। সেই যাত্রীদের নিয়ে উপরের দিকে উঠছে এসক্যালেটর। যান্ত্রিক গোলযোগের কারণে যেতে যেতে হঠাৎ উল্টোদিকে চলতে লাগল সেটি। যার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হলেন সেখানে উপস্থিত যাত্রীরা। আহতও হয়েছেন দু’জন।
সোমবার এ রকমই ঘটনা ঘটেছে মুম্বইয়ের আন্ধেরি রেল স্টেশনে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বুধবার সংবাদমাধ্যমকে ঘটনার কথা জানানো হয়েছে কর্তপক্ষের তরফে।
জানা গিয়েছে, দিনের ব্যস্ত সময়ে আন্ধেরির তিন নম্বর প্ল্যাটফর্মের এসক্যালেটরে এই ঘটনা ঘটেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উপরে ওঠা এসক্যালেটর রয়েছেন যাত্রীরা। উঠবেন বলে নীচেও অপেক্ষা করছেন বহু মানুষ। এমন সময়ই সেটি উল্টোদিকে চলতে শুরু করল। যার জেরে নীচে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দিকেই এসে পড়ছিলেন এসক্যালেটরে থাকা যাত্রীরা। এর জেরে হুড়োহুড়ির সৃষ্টি হল সেখানে। দেখুন সেই ভিডিয়ো—
পশ্চিম রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এসক্যালেটরের মোটর কাপলিং সিস্টেমে গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রেষারেষির জের! কোয়মবত্তূরে যাত্রিবাহী বাসে লরির ধাক্কা, মৃত ১৯
আরও পড়ুন: স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার হুমকি, স্বামীকে বাড়িতে ঢুকতে মানা আদালতের