Sanjay Raut

Sanjay Raut: শিবসেনা নেতা সঞ্জয়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল মুম্বইয়ের আদালত

বিপাকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বিজেপি নেতার স্ত্রীর দায়ের করা মানহানি মামলায় রাউতের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল মুম্বইয়ের আদালত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৪:৫৭
Share:

ফাইল চিত্র।

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল মুম্বইয়ের আদালত। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধার দায়ের করা মানহানি মামলায় শিবসেনার সাংসদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

এই মামলায় ৪ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য রাউতকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু সে সময় দিল্লিতে ছিলেন শিবসেনার নেতা। আদালতে হাজিরা দেননি তিনি। এর পরই ফৌজদারি দণ্ডবিধির ৭০ ধারায় রাউতের বিরুদ্ধে পাঁচ হাজার টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে মাজগাঁও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অভিযোগপত্রে মেধা সোমাইয়া উল্লেখ করেছেন যে, তাঁদের সম্পর্কে ভিত্তিহীন ও হানিকারক মন্তব্য করেছেন রাউত। মীরা ভায়ান্দার পুরসভার অধীনে সুলভ শৌচালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ১০০ কোটি টাকার দুর্নীতি মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

অন্য দিকে, আর্থিক তছরুপের অভিযোগে গত সপ্তাহেই ইডি দফতরে হাজিরা দিয়েছেন শিবসেনা নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement