প্রায় আট ঘণ্টা দেরিতে ছাড়ল ওই বিমান। প্রতীকী ছবি।
বিমানে পাশের আসনে বসা এক যাত্রীর ফোনে কৌতুহলবশত চোখ রেখেছিলেন তাঁর সহযাত্রী। আচমকাই একটি শব্দ দেখে তাঁর গায়ে কাঁটা দিয়ে উঠল।
তিনি দেখলেন সহযাত্রীকে বোমারু বলে সম্বোধন করেছেন বার্তা প্রেরক। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি জানান বিমানের ক্রু সদস্যদের। যার জেরে প্রায় আট ঘণ্টা দেরিতে ছাড়ল ওই বিমান। ওই বিমান যাত্রীর কৌতুহলের দাম দিতে হল বিমানের বাকি ১৮৪ জন যাত্রীকে। মেঙ্গালুরু বিমান বন্দরে টানা ছয় ঘণ্টা পুলিশি জেরার মুখেও পড়তে হল তাঁর সহযাত্রীকে।
সোমবারের এই ঘটনায় শেষ পর্যন্ত অবশ্য বিমানটিকে ঝুঁকিহীন বলে এবং ওই যাত্রীকে নির্দোষ বলে জানিয়ে দেয় বিমান পরীক্ষা করতে আসা পুলিশ।