Jaipur

ক্লাস চলাকালীন বিষাক্ত ধোঁয়ায় ঢাকল চারদিক! জয়পুরের কোচিং সেন্টারে অসুস্থ একাধিক পড়ুয়া

রবিবার সন্ধ্যায় জয়পুরের গোপালপুর এলাকার ওই কোচিং সেন্টারে ঘটনাটি ঘটে। ক্লাস চলাকালীন ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সে সময় ওই কোচিং সেন্টারে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১০:৫০
Share:

বিষাক্ত ধোঁয়া ঘিরে উত্তেজনা জয়পুরের কোচিং সেন্টারে। ছবি: সংগৃহীত।

প্রত্যেক দিনের মতোই ক্লাস চলছিল রবিবার সন্ধ্যায়। আচমকা বিপত্তি। হঠাৎ বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল চারদিক। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২ জন পড়ুয়া। রবিবার রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জয়পুরের গোপালপুর এলাকার ওই কোচিং সেন্টারে ঘটনাটি ঘটে। ক্লাস চলাকালীন ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সে সময় ওই কোচিং সেন্টারে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অনেকে অজ্ঞান হয়ে যান। অসুস্থ পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সাত জন পড়ুয়া এখনও চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

তবে কী থেকে ওই ধোঁয়া ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের এসিপি যোগেশ শ্রীবাস্তব জানিয়েছেন, পুলিশের অনুমান, নর্দমার বিষাক্ত ধোঁয়া কিংবা গ্যাস লিকের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আশপাশের কোনও বাড়ির রান্নাঘর থেকেও ধোঁয়া ছড়াতে পারে বলে মনে করছে পুলিশ। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের দরজা ও জানলাগুলি বন্ধ রাখা হয়েছিল। ফলে ধোঁয়া ছড়ালে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন ছাত্রেরা। তবে সকলেই এখন বিপন্মুক্ত বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement