Mulayam Singh Yadav

করোনা আক্রান্ত মুলায়ম সিংহ যাদব, তবে উপসর্গহীন

বুধবার রাতে দলের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০০:৪৫
Share:

মুলায়ম সিংহ যাদব। ফাইল চিত্র।

কোভিডে আক্রান্ত হলেন সমাজবাদী পার্টি (এসপি)-র সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব। তাঁর কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার রাতে দলের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে।

Advertisement

টুইটে বলা হয়েছে, ‘সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের আজ কোভিড পজিটিভ ধরা পড়েছে। তবে তাঁর কোনও উপসর্গ নেই। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে সব সময় নজর রাখছেন।’

মুলায়মের কোভিড আক্রান্ত হওয়ার খবর টুইটে জানিয়েছেন অখিলেশ যাদবও। তিনি লিখেছেন, ‘মুলায়ম সিংহ যাদবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের সঙ্গে অনবরত যোগাযোগ রাখছি। সময়ে সময়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে দেব।’

Advertisement

আরও পড়ুন: খুন-অপহরণ-ধর্ষণের ভূরি ভূরি মামলা, বিহারে প্রার্থী তালিকায় মাফিয়ার ছড়াছড়ি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement