Mukesh Ambani

Mukesh Ambani: ১০ হাজার কোটি ডলারের সম্পত্তি-ক্লাবে ঢুকতে চলেছেন মুকেশ অম্বানী!

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা শীর্ষে রয়েছেন জেফ বেজোস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৩:৫৯
Share:

মুকেশ অম্বানী।

১০ হাজার কোটি ডলার ছুঁতে চলেছে মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ। গত শুক্রবার রিলায়্যান্স গোষ্ঠীর শেয়ার দর বাড়ায় ৩৭০ কোটি ডলার মুনাফা করে অম্বানীর সংস্থা। তাতে ভর করেই এ বার বিশ্বের তাবড় ধনীদের তালিকায় আরও উপরে উঠে এলেন ভারত তথা এশিয়ার সবচেয়ে বিত্তশালী ব্যবসায়ী।

Advertisement

অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় সারা বছরই কোটিপতিদের সম্পত্তির ওঠানামা লেগেই থাকে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৭০ কোটি ডলার। ওই তালিকায় দ্বাদশ স্থানে রয়েছেন অম্বানী। তাঁর এই মুহূর্তে মোট সম্পত্তির পরিমাণ ৯ হাজার ২৬০ কোটি ডলার। যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ৬ লক্ষ ৭৭ হাজার কোটি টাকা।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কিছু দিন আগেই দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী ৩ বছর এই প্রকল্পের আওতায় গুজরাতের জামনগরে চারটি গিগা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। এই কারখানাগুলিতে ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement