‘নন্দাদেবী পূর্ব’ শৃঙ্গ জয় করতে যাওয়া আট অভিযাত্রীর দলটির এখনও কোনও খোঁজ নেই। তবে নন্দাদেবীর বেস ক্যাম্পের আশপাশ থেকে অন্য চার ব্রিটিশ পর্বতারোহীকে আজ উদ্ধার করা হয়েছে। পিথোরাগড়ের জেলাশাসক বিজয়কুমার জোগদান্ডে বলেছেন, নন্দাদেবী পূর্বের আশপাশে একটি তুষারধস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরাট উদ্ধারকারী দলের সঙ্গে তল্লাশিতে নেমেছে বায়ুসেনার দু’টি হেলিকপ্টার। তবে খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আগামিকালও তল্লাশি জারি থাকবে।
জেলাশাসক জানিয়েই দিয়েছেন, কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, ‘‘আকাশ থেকে চালানো প্রথম নজরদারিতে কোনও মানুষের চিহ্ন চোখে পড়েনি। দেখা গিয়েছে
শুধু তাঁবু।’’
ব্রিটিশ পর্বতারোহী মার্টিন মোরানের নেতৃত্বাধীন আট অভিযাত্রীর দলে রয়েছেন আরও তিন ব্রিটিশ, দুই মার্কিন, এক ভারতীয় এবং এক অস্ট্রেলীয় মহিলা পর্বতারোহী। ২৬ মে বেস ক্যাম্পে তাঁদের ফিরে আসার কথা ছিল। জেলা প্রশাসন জানাচ্ছে, সম্ভবত তার পরের দিন, অর্থাৎ ২৭ তারিখে তুষারধস নামে। ৩১ তারিখেও ওই আট জন বেস ক্যাম্পে না-ফেরায় সেখান থেকে এক মালবাহক বিপদবার্তা পাঠান। পিথোরাগড়ের পুলিশ সুপার আর সি রাজগুরু বলেন, ‘‘যে চার জনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা আলাদা ভাবে অভিযান করছিলেন। প্রবল তুষারপাত-সহ খারাপ আবহাওয়ার কারণে ওঁরা বেস ক্যাম্পেই আটকে রয়ে যান। তবে আট জনের দলটির সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল।’’
আট পর্বতারোহীর দলটির ‘নন্দাদেবী পূর্ব’ জয় করেই ফেরার কথা ছিল কি না, তা নিয়ে এক প্রস্ত ধোঁয়াশা তৈরি হয়েছে। তার কারণ, দলনেতা মোরানের সাম্প্রতিক ফেসবুক পোস্টে ইঙ্গিত রয়েছে, তাঁরা এমন একটি শৃঙ্গ জয়ের কথা ভাবছেন, যেটিতে আগে কারও পা পড়েনি। জেলাশাসক জানান, উদ্ধার হওয়া চার পর্বতারোহীও অনেকটা একই কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, মোরানদের দলের সঙ্গে গত ২৪ মে শেষ বার যোগাযোগ হয়েছিল তাঁদের। আট পর্বতারোহী তখন অন্য একটি শৃঙ্গের দিকে এগোচ্ছিলেন।
ভারতীয় হিমালয়ে অজস্র বার এসেছেন মোরান। নন্দাদেবী পূর্বে আগেও দু’বার উঠেছেন তিনি। তাঁর উদ্বিগ্ন পরিবারের আর্জি, আরও বেশি এলাকা জুড়ে তল্লাশি জালানো হোক। চিন্তা একটাই বর্ষা আসছে ভারতে। ক্রমশ আরও প্রতিকূল হয়ে পড়বে আবহাওয়া। উদ্ধারকারীদের লড়াইটা তাই সময়ের সঙ্গেও।