mystery death

Jammu: মা, ছেলেমেয়ে-সহ একই পরিবারের ছয় সদস্যের নিথর দেহ উদ্ধার বাড়ি থেকে, জম্মুতে রহস্য

জম্মু পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিনা বেগম, নাসিমা আখতার, রুবিনা আখতার, জাফর সেলিম, নুর-উল হাবিব এবং সাজাদ আহমেদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১০:৫০
Share:

কী কারণে মৃত্যু, তা নিয়ে ধন্দে পুলিশ প্রতীকী চিত্র।

বাড়ি থেকে উদ্ধার হল একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর তিন সন্তান এবং দুই আত্মীয়। বাড়ির ভিতর থেকে ছ’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকেরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন। জম্মুর সিধরা এলাকার ঘটনা।

Advertisement

জম্মু পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাকিনা বেগম, নাসিমা আখতার, রুবিনা আখতার, জাফর সেলিম, নুর-উল হাবিব এবং সাজাদ আহমেদ। নাসিমা এবং রুবিনা সাকিনার দুই মেয়ে। জাফর তাঁরই ছেলে। বাকি দু’জন তাঁদের আত্মীয়। কিন্তু মৃত্যুর কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। কী ভাবে এক পরিবারের ছ’সদস্যের একই ঘরে মৃত্যু হল, তা নিয়ে ধন্দে পুলিশও। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তদন্ত শুরু করেছে। অন্য দিকে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement