COVID-19

চিনফেরত আরও দু’জন কোভিডে আক্রান্ত, মাদুরাই বিমানবন্দরে নামা মা-মেয়েকে পাঠানো হল নিভৃতবাসে

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে একজন ৪০ বছর বয়সি এক মহিলা। অপর জন, ওই মহিলারই ৬ বছরের কন্যাসন্তান। তাঁদের বাড়িতেই ১৫ দিন নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মাদুরাই শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:২১
Share:

চিনফেরত আরও দু’জন কোভিডে আক্রান্ত। ফাইল চিত্র।

দেশে আরও দু’জন চিনফেরত বিমানযাত্রী কোভিডে আক্রান্ত হলেন। সম্প্রতি চিন থেকে শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরেছিলেন মাদুরাইয়ের দুই বাসিন্দা। মাদুরাই বিমানবন্দরে তাঁদের কোভিড পরীক্ষা করানো হয়। মঙ্গলবার পরীক্ষার ফলে জানা যায়, ওই দু’জনই কোভিডে আক্রান্ত। প্রশাসনের তরফে দু’জনকেই নিভৃতবাসে রাখা হয়েছে।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে একজন ৪০ বছর বয়সি এক মহিলা। অপর জন, ওই মহিলারই ৬ বছরের কন্যাসন্তান। পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনকে তাঁদের বাড়িতেই অন্তত ১৫ দিন নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তামিলনাড়ুর বিরুধুনগরের জনস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, মা ও মেয়ে দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবশ্য তাঁদের শরীরে তেমন কোনও উপসর্গ নেই বলে জানানো হয়েছে।

মাদুরাইয়ের জেলাশাসক জানিয়েছেন, দুই যাত্রী বিমানে যাঁদের সংস্পর্শে এসেছেন, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তাঁদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। কোভিড পরীক্ষার জন্য দেওয়া নমুনা, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগেও চিনফেরত কয়েকজন বিমানযাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। চিনে কয়েক কোটি মানুষকে আক্রান্ত করা কোভিডের বিএফ.৭ উপরূপের দ্বারাই এই যাত্রীরা আক্রান্ত কি না, জা জানা যাবে নমুনার জিনোম সিকোয়েন্সিং করার পরেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement