গুগল সম্প্রতি একটি ‘সার্চের’ একটি তালিকা প্রকাশ করেছে। ২০২০-র সবচেয়ে ট্রেন্ডিং সার্চ কোন কোন বিষয়গুলো এই তালিকায় রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
যে হেতু এ বছরের প্রায় পুরোটাই করোনা আবহে কেটেছে, তাই স্বাভাবিক ভাবেই প্রথমে যে বিষয়টি মনে আসতে পারে তা হল করোনাভাইরাস। কিন্তু আশ্চর্যজনক ভাবে সার্চের দিক থেকে করোনাভাইরাস রয়েছে দ্বিতীয় স্থানে।
গুগল যে তালিকা প্রকাশ করেছে, তাতে সার্চের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আইপিএল। ভারতে আইপিএল ব্যাপক জনপ্রিয়। প্রতি বছরই এই খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।
দেশের করোনা পরিস্থিতির জন্য এ বছর আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়।
আইপিএল, করোনাভাইরাস ছাড়াও সার্চ ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ডালগোনা কফি। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। ডালগোনা কফি কী, কী ভাবে বানাতে হয় ইত্যাদি— এ সব নিয়ে বহু ভারতীয় গুগলে সার্চ করেছেন। ডালগোনা কফিও গুগলের প্রকাশিত তালিকায় উঠে এসেছে।
লকডাউনের সময় বহু ভারতীয় সার্চ করেছেন ‘নিয়ার মি’ শব্দ দুটি। কারণ সে সময় কাছেপিঠে কোনও ওষুধের বা খবারের দোকান, বা চিকিৎসক আছেন কি না এই সংক্রান্ত, কোভিড টেস্ট কোথায় হচ্ছে, কাছেপিঠে মদের দোকান কোথায় আছে ইত্যাদির জন্য ‘নিয়ার মি’ শব্দ দুটি বহু মানুষ গুগলে সার্চ করেছেন।
গুগল জানিয়েছে, তাদের সবচেয়ে বেশি সার্চের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হল ‘হাও টু’ এবং ‘হোয়াট ইজ’ এই শব্দগুলো। এই শব্দগুলো দিয়ে যে সার্চ হয়েছে তা হল, ‘হাও টু মেক পনীর, হাও টু ইনক্রিজ ইমিউনিটি, হাও টু মেক ডালগোনা কফি, হাও টু লিঙ্ক প্যান কার্ড উইথ আধার কার্ড, হাও টু মেক স্যানিটাইজার অ্যাট হোম ইত্যাদি।
আইপিএল, করোনাভাইরাসের পর যে বিষয়গুলি সবচেয়ে সার্চ হয়েছে তার মধ্যে রয়েছে ‘ইউএস ইলেকশন’, পিএম কিসান স্কিম, বিহার এবং দিল্লি নির্বাচনের ফল।
মোস্ট সার্চড নিউজ-এর তালিকায় রয়েছে নির্ভয়া মামলা, লকডাউন, ভারত-চিন টানাপড়েন, রামমন্দির।
মোস্ট সার্চড পার্সোনালিটিজ-এর তালিকায় রয়েছে জো বাইডেন এবং তার পরেই অর্ণব গোস্বামী।
মোস্ট সার্চড মুভি-র তালিকায় শীর্ষে রয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ‘দিল বেচারা’।
ভারতে করোনাভাইরাস গুগল সার্চের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও গোটা বিশ্বে কিন্তু সার্চের দিক থেকে শীর্ষে রয়েছে করোনাভাইরাস। এবং তার পর ‘ইউএস ইলেকশন’।
গত বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চ হয়েছিল ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ’।