অস্বস্তি বাড়ল আপের

ভুয়ো ডিগ্রি কাণ্ডে দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র তোমর এখনও পুলিশ হেফাজতে। তদন্ত চলছে। তারই মধ্যে নতুন করে আম আদমি পার্টির অস্বস্তি বাড়াল দিল্লি পুলিশ। ফৌজদারি মামলা রয়েছে এমন ২১ জন বিধায়কের বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া শুরু করল দিল্লি পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:১২
Share:

ভুয়ো ডিগ্রি কাণ্ডে দিল্লির প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র তোমর এখনও পুলিশ হেফাজতে। তদন্ত চলছে। তারই মধ্যে নতুন করে আম আদমি পার্টির অস্বস্তি বাড়াল দিল্লি পুলিশ। ফৌজদারি মামলা রয়েছে এমন ২১ জন বিধায়কের বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া শুরু করল দিল্লি পুলিশ। যে তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তাঁর বিরুদ্ধে অনুমতি না থাকা সত্ত্বেও ধর্নায় বসা ও সরকারি কর্মচারির কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও আপ সূত্রের খবর, দল অনেক বেশি চিন্তিত ডজন খানেক বিধায়ককে নিয়ে। কেন না তাঁদের বিরুদ্ধে তোমরের মতো জাল ডিগ্রি রাখার অভিযোগ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement