বিহারে মন্ত্রিসভা কেমন হবে?
এই প্রশ্নেই আপাতত মজে রয়েছে গোটা দেশ। জল্পনায় উঠে আসছে নানা নাম, বিভিন্ন সংখ্যা। রাজনৈতিক শিবিরগুলোয় এই নিয়ে চর্চা সারা ক্ষণ। মহাজোটের বিপুল জয়ের পর নীতীশের কাছে নতুন মন্ত্রিসভা তৈরি করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেডিইউ, আরজেডি এবং কংগ্রেসের এই মহাজোটের কে ক’টা মন্ত্রিত্ব পাবেন সেই অঙ্কও কষতে হচ্ছে তাঁকে। শুধু অঙ্ক নয়, কষতে হচ্ছে ভাগবাঁটোয়ারার ছকও। আগামী ২০ তারিখ গাঁধী ময়দানে শপথ নেওয়ার কথা নয়া মন্ত্রিসভার।
বিধানসভার ফল প্রকাশ পেয়েছে সদ্য। ২৪৩ টির মধ্যে লালুপ্রসাদের আরজেডি পেয়েছে ৮০টি, নীতীশের জেডিইউ ৭১টি এবং কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, জোটসঙ্গী দলগুলির প্রতি পাঁচ জন বিধায়ক পিছু এক জন করে মন্ত্রী হবেন। ঠিক ছিল, মহাজোট জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশই। তাই হিসেব মতো নীতীশ বাদে তাঁর দলের আর ১৪ জন মন্ত্রিত্ব পাবেন বলে শোনা যাচ্ছে। লালু পেতে পারেন ১৬টি এবং কংগ্রেস সে ক্ষেত্রে পাঁচটি দফতরের দায়িত্ব পেতে পারে।
শোনা যাচ্ছে, এর আগের দফায় নীতীশ যে ক্ষেত্রগুলিতে ভাল কাজ করেছেন বলে বিহারবাসীর দাবি, সেই দফতরগুলি ফের নিজের হাতে রাখতে চাইছেন তিনি। কাজেই সড়ক, বিদ্যুত্, শিক্ষা এবং স্বাস্থ্য দফতর নিজের হাতে রাখতে পারে জেডিইউ। ভোটের আগে যে সাতটি ক্ষেত্রে তিনি আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে এই চারটি আছে।
সব কিছু ঠিক থাকলে গাঁধী ময়দানে একই দিনে সকল মন্ত্রীই শপথ নেবেন বলে জানা গিয়েছে।