সুখবীর সিংহ বাদল।
বিতর্কিত কৃষি আইন কার্যকরের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়ে বিজেপি-কে খোঁচা দিলেন অকালি দল প্রধান সুখবীর সিংহ বাদল। মঙ্গলবার রাতে টুইট করে তিনি বলেন, ‘শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে কেন্দ্রে বিজপি সরকারের নৈতিক হার হয়েছে'।
তবে কৃষি আইনের বিষয়টি দেখার জন্য সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন বাদল। তিনি বলেন, ‘কৃষক-বিরোধী সমর্থকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। যা হাস্যকর এবং গ্রহণযোগ্য নয়'।
সুখবীরের অভিযোগ, কৃষক আন্দোলন ভেঙে দিতে সরকার চক্রান্ত চালাচ্ছে। এই আন্দোলনকে দুর্বল করে দিতে চাইছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন তিনি। সুখবীর আরও বলেন, 'সরকার যে খালিস্তানি তত্ত্ব তুলছে এই আন্দোলনকে জড়িয়ে, তা মোটেই ঠিক নয়। এই তত্ত্ব আন্দোলনকে খাটো করার সামিল'।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে কৃষি আইন নিয়ে শুনানি ছিল। বিতর্কিত তিন আইনকে স্থগিত করার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে জানিয়ে দেয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আইনগুলি কার্যকর করা যাবে না। সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে রফাসূত্র বার করতে গড়া হয়েছে একটি বিশেষ কমিটিও।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের কমিটিতে কেন কৃষি আইনের সমর্থকরাই, প্রশ্ন নানা মহলে
সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির আট দফা বৈঠকের পরেও কোনও সামধানসূত্র মেলেনি। রাজধানীর উপকণ্ঠে কৃষি আইন বাতিলের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। তাঁদের দাবি, সরকারকে কৃষি আইন বাতিল করতে হবে। না হলে আন্দোলন থেকে তাঁরা পিছু হটবেন না। অচলাবস্থা না কাটায় ক্রমে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে।