বারাণসীর মণিকর্ণিকা ঘাটে উদ্দাম নৃত্য। ছবি: সংগৃহীত।
এক দিকে জ্বলছে একের পর এক চিতা। কয়েক হাত দূরেই মঞ্চে তখন উচ্চগ্রামে চলছে গান। আর সেই গানের তালে রংবেরঙের আলোয় মঞ্চ মাতাচ্ছেন স্বল্পবসনা মহিলারা। মঞ্চের সামনে তখন উল্লাসে ফেটে পড়ছে দর্শক। মহিলাদের দিকে টাকাও ছুড়ে দেওয়া হচ্ছিল। এমনই দৃশ্য দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। যা ঘিরে বিতর্কও শুরু হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মণিকর্ণিকা ঘাটে ‘মহাশ্মশান নাথ বাবা’র অনুষ্ঠান চলছিল। তিন দিন ধরে চলা সেই অনুষ্ঠানের শেষ দিনে মঞ্চে এমনই দৃশ্য ধরা পড়েছে। মণিকর্ণিকা ঘাটকে অন্যতম পূণ্যস্থান বলে মনে করা হয়। এই ঘাটে শবদেহ পোড়ানো হয়। মঙ্গলবার রাতে এক দিকে যখন মৃতদের পরিজনেরা প্রিয়জনদের হারিয়ে শোকে বিহ্বল, কয়েক হাত দূরেই মঞ্চে ‘অশ্লীল নাচ’-এর এই অনুষ্ঠান নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তাঁরা।
মৃতদের পরিজনদের অভিযোগ, অনুষ্ঠানের নামে এই ধরনের ‘অশ্লীল’ নাচ কোনও ভাবেই কাম্য নয়। অনেকেই তাঁদের পরিজনকে হারিয়ে শোকে বিহ্বল থাকেন। ঘাটে একটা শোকের আবহে, এ ধরনের অনুষ্ঠানে দৃশ্যদূষণ হয়। মণিকর্ণিকা ঘাট প্রশাসনের এক আধিকারিক গুলশন কপূর এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কোনও অভিযোগ পাননি। যদি কেউ অভিযোগ করেন, তা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।