চাষিদের আপত্তিতে বদল মোদীর সভাস্থল

চাষিরা ‘কাঁচা ফসল’ কাটতে না চাওয়ায় পরিবর্তন করা হল প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভার জায়গা।আগামী ১২ মার্চ এক দিনের সফরে বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পটনা হাইকোর্টের অনুষ্ঠানের পাশপাশি বৈশালী জেলায় একটি সভা করবেন তিনি। সেই সরকারি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্প ও যোজনা ঘোষণা করার কথা তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৩২
Share:

চাষিরা ‘কাঁচা ফসল’ কাটতে না চাওয়ায় পরিবর্তন করা হল প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভার জায়গা।

Advertisement

আগামী ১২ মার্চ এক দিনের সফরে বিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পটনা হাইকোর্টের অনুষ্ঠানের পাশপাশি বৈশালী জেলায় একটি সভা করবেন তিনি। সেই সরকারি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্প ও যোজনা ঘোষণা করার কথা তাঁর। প্রথমে ঠিক হয়েছিল, বৈশালীর সুলতানপুরের শিল্পতালুক লাগোয়া এলাকায় প্রধানমন্ত্রীর সভা হবে। কিন্তু স্থানীয় চাষিরা প্রধানমন্ত্রীর সভার জন্য অপরিপক্ক ফসল কাটতে অস্বীকার করেন। প্রশাসনের কর্তাদের সামনে তাঁরা বিক্ষোভও দেখান। এরপরেই সভাস্থল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

আজ সকালে বৈশালীর জেলাশাসক রচনা পাটিল, পুলিশ সুপার রাকেশ কুমার এবং উজিয়ারপুরের সাংসদ নিত্যানন্দ রায়-সহ বেশ কয়েকজন হাজিপুরে মহাত্মা গাঁধী সেতু লাগোয়া একটি জায়গাকে সভার জন্য ঠিক করেন। সেখানে স্থানীয় চাষিদের সঙ্গেও কথা বলা হয়েছে। এরপরেই ওই এলাকাকে সভার জন্য ঠিক করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি মঙ্গল পাণ্ডে বলেন, ‘‘জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পরে হাজিপুরের ছৌকিয়াতেই সভাস্থল ঠিক করা হয়েছে।’’ জেলা প্রশাসনের কর্তারা গোটা বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকেও জানিয়েছেন। এসপিজির অনুমোদন পেলে ৩০ একর জায়গার উপরেই ওই সভা করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement