আগের বার দিল্লি বিমানবন্দরে পৌঁছেও উদ্ধব ঠাকরের নির্দেশে মুম্বই ফিরে যেতে হয়েছিল অনিল দেশাইকে। এ বার আর শরিক শিবসেনা থেকে কাউকে মন্ত্রীই করলেন না প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপি-শিবসেনার সাপে-নেউলে সম্পর্ক। এই অবস্থায় উদ্ধব কাল বলেছিলেন, কারও কাছে হাত পাতব না। উদ্ধব চান, পূর্ণমন্ত্রী। মোদী প্রতিমন্ত্রী ছাড়া কিছু দিতে নারাজ। সম্প্রসারণের পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, এ তো বিজেপির মন্ত্রিসভা, এনডিএর নয়। যদিও শিবসেনার মন্ত্রী অনন্ত গীতে শপথে হাজির ছিলেন।