—ফাইল চিত্র।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী দিল্লি-সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলার দিশা নির্দেশ ছিল বৈঠকের আলোচ্য বিষয়। বিবৃতি বলছে, ‘বিশেষত দেশের বড় শহরগুলিতে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ। নমুনা পরীক্ষার হার বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো এবং সংক্রমণের বৃদ্ধি ঠেকাতে কার্যকর পদ্ধতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।’
এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদকুমার মিশ্র, স্বাস্থ্য সচিব প্রীতি সুদান, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টের বলরাম ভার্গব-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হাজির ছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লির পাশাপাশি চার রাজ্যে করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যের কাছে এ বিষয়ে কৈফিয়তও তলব করেছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ুর পাশাপাশি এই তালিকায় রয়েছে মোদী-অমিতের গুজরাতও। এই পরিস্থিতিতে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে আলোচনা করবেন অমিত। রাজধানীর তিন পুরনিগমের মেয়রদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
আরও পড়ুন: ভারতীয় এলাকা জুড়ে নতুন মানচিত্র পাশ হয়ে গেল নেপাল পার্লামেন্টে
আরও পড়ুন: মহুয়াকে খোঁচা দিয়ে তৃণমূলের নিশানায় ‘ললিপপ’ ধনখড়