নীতীশের শপথ গ্রহণে থাকছেন না মোদী

শেষপর্যন্ত নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী। কিন্তু নীতীশের শপথের আগেই আজ মন্ত্রিসভার বৈঠকে উন্নয়নের সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, হেরেও উন্নয়নের তাসটি তিনি ছাড়ছেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ২২:০২
Share:

শেষপর্যন্ত নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী। কিন্তু নীতীশের শপথের আগেই আজ মন্ত্রিসভার বৈঠকে উন্নয়নের সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, হেরেও উন্নয়নের তাসটি তিনি ছাড়ছেন না।

Advertisement

কারণ, বিহারের পর পশ্চিমবঙ্গের ভোটের দিকেও তাঁর নজর রয়েছে। নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতাও তাঁর নজর এড়াচ্ছে না। তাই আজ গোটা পূর্ব ভারতের উন্নয়নের জন্য আজ একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। বিহারের মুঙ্গেরে গঙ্গার উপরে ২৭৭৪ কোটি টাকা খরচ করে রেল ও সড়ক সেতুর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি চট, হ্যান্ডলুম, কৃষিপণ্যের মত ছোট ও মাঝারি শিল্পে রফতানিতে সুদে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েও পূর্ব ভারতের মন জয়ের চেষ্টা করলেন।

মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণা করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান, গোটা পূর্ব ভারতে উন্নয়ন হোক। বিহারে দল পরাজিত হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক বিরোধিতা যতই থাক, কোনও ভাবেই উন্নয়নের পথে তা প্রতিবন্ধক হবে না। সে কারণে ভোটের ফল প্রকাশের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী বিহারের উন্নয়নের দিকে নজর দিতে শুরু করেছেন। একইসঙ্গে গোটা পূর্ব ভারতেও যাতে উন্নয়ন হয়, তারজন্যও উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী।’’

Advertisement

বিজেপি সূত্রের মতে, বিহারের বিপর্যয় দলের কাছে বড় ধাক্কা। প্রথমে ভাবা হয়েছিল, বিহারে জিতে সেটিকেই দলের পূবের প্রবেশ দ্বার হিসেবে ব্যবহার করা হবে। পূবের রাজ্যগুলিতে বিজেপি এখনও সে ভাবে প্রভাব খাটাতে পারেনি। আর সে রাজ্যগুলিই ঘটনাচক্রে আর্থিক দিক থেকে পিছিয়ে। জাতপাতের অঙ্কে বিহারে বিপর্যয় হয়েছে বটে, কিন্তু পশ্চিমবঙ্গের মত রাজ্যে জাতপাতের বিষয় নেই। সেখানে নরেন্দ্র মোদীর উন্নয়নের তাসটিই কাজে লাগতে পারে ভাল ফলের জন্য। তাই আজ মন্ত্রিসভার বৈঠকে নীতীশ-মমতার প্রতি বার্তা দেওয়া হল, নরেন্দ্র মোদীর কাছে সকলের উন্নয়নই শেষ কথা। রাজনীতি সেখানে কোনও বাধা তৈরি করতে পারে না। নীতীশ কুমার এখনও শপথ নেননি, কিন্তু তার আগেই ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী। বিহারে দল ক্ষমতায় আসুক বা না আসুক, যুক্তরাষ্ট্রীয় ধর্ম পালন করতে পিছ পা হবেন না প্রধানমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement