National News

জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ-সড়ক খুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের চেনানি থেকে নশরি পর্যন্ত দীর্ঘ এই সুড়ঙ্গ-সড়ক ভারতের সবচেয়ে দীর্ঘ তো বটেই, গোটা মহাদেশেও এর সমান লম্বা সুড়ঙ্গ-সড়ক এই মুহূর্তে নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৬:৩৮
Share:

জম্মু-কাশ্মীরে খুলে দেওয়া হল দেশের তথা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ। ছবি: পিটিআই।

এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের চেনানি থেকে নশরি পর্যন্ত দীর্ঘ এই সুড়ঙ্গ-সড়ক ভারতের সবচেয়ে দীর্ঘ তো বটেই, গোটা মহাদেশেও এর সমান লম্বা সুড়ঙ্গ-সড়ক এই মুহূর্তে নেই। চেনানি-নশরি টানেল খুলে যাওয়ার সুবাদে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব অন্তত ২ ঘণ্টা কমে গেল।

Advertisement

চেনানি-নশরি টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিকেল পৌনে ৪টে নাগাদ চেনানি পৌঁছন নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা এবং মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।

আনুষ্ঠানিক ভাবে সুড়ঙ্গ-সড়কটি খুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই টানেলের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি জম্মু-শ্রীনগরের মধ্যে যোগাযোগ আগের চেয়ে অনেক মসৃণ করে দিল।

Advertisement

আরও পড়ুন: তাওয়াং-এ ভারত ট্রেন পাঠালে ফল খারাপ হবে: আবার হুঁশিয়ারি চিনের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement