সেনাবাহিনী আগ্রহী। তবু বিরাট অঙ্কের টাকা খরচ করে বিদেশি যুদ্ধবিমান কিনতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরং লড়াইয়ের প্রস্তুতিতে তিনি ভরসা রাখতে চাইছেন দেশে তৈরি যুদ্ধবিমানের উপরেই।
ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছেন মোদী। প্যারিস সফরের সময়েই সে কথা জানিয়েছেন তিনি। কিন্তু বিমানবাহিনী ওই সংস্থাটির থেকেই আরও ৪৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে চাইছিল। মোদী যদিও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। বরং এ ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’-র কর্মসূচির উপরেই ভরসা রাখছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর বায়ুসেনার শীর্ষ পদাধিকারীদের জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত ৪৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে যে বিপুল অঙ্কের টাকা খরচ হবে, তা দেওয়া সম্ভব নয়। বরং ভারতীয় বায়ুসেনা যাতে দেশে তৈরি তেজস্-১এ-র উপরেই ভরসা রাখে, সেই প্রস্তাব দিয়েছেন তিনি। হিন্দুস্তান এরোনটিক্স তেজস্ যুদ্ধবিমানটি তৈরি করেছে। আজ ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা এই যুদ্ধবিমানটি।
প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর প্রস্তুতিতে বিদেশি যুদ্ধবিমান কম সংখ্যায় কিনে দেশীয় প্রযুক্তির উপর ভরসা রাখার সিদ্ধান্ত নেওয়ায় বিদেশি সংস্থাগুলির মাথায় হাত। তবে দেশীয় সংস্থাগুলি এতে উজ্জীবিত।