সারদা মামলায় অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষকে কলকাতা শহরের টেলিকম অ্যাডভাইসরি কমিটি (টিএসি)-র চেয়ারম্যান পদে বসাল কেন্দ্রীয় সরকার। গত ১৫ ডিসেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে টেলিকম মন্ত্রক। শুক্রবার চিঠি পেয়ে কুণাল এই পদ গ্রহণে সম্মত হয়েছেন।
প্রশাসনিক বিচারে, এটি নেহাতই ‘রুটিন’ ঘটনা। কিন্তু রোজ ভ্যালি মামলায় তৃণমূলের দুই সাংসদের সাম্প্রতিক গ্রেফতারি ও তার জেরে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া জেহাদ ঘোষণার আবহে এই নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। কাকতালীয় হলেও, এ দিনই কলকাতা হাইকোর্ট সারদা মামলায় জামিন দিয়েছে কুণালকে।
আগামী দু’বছর টিএসি-র চেয়ারম্যান তথা সদস্য পদে থাকবেন কুণাল। টেলিকম কর্তাদের একাংশ জানাচ্ছেন, সাংসদই টিএসি-র চেয়ারম্যান হন। এই নিয়োগে মন্ত্রকের সিদ্ধান্ত চূড়ান্ত। সংশ্লিষ্ট সাংসদ এবং কলকাতা টেলিফোন্সকে চিঠি লিখে মন্ত্রকের অধিকর্তা সঙ্গীতা চুগ জানান, কমিটিতে অন্য কোনও সাংসদ থাকলে কুণাল হবেন কো-চেয়ারম্যান।
অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায় এ দিনই হাইকোর্টে হাজির হন কুণাল। হাইকোর্টের বিচারপতি অসীম রায় ও বিচারপতি মলয়মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কুণালের জামিন মঞ্জুর করলেও তাঁকে অন্তর্বর্তিকালীন জামিনের যাবতীয় শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে। তার মধ্যে রয়েছে, তিনি নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না। সপ্তাহে এক দিন সিবিআই-এর তদন্তকারীর কাছে হাজিরাও দিতে হবে তাঁকে। সিবিআইয়ের দায়ের করা সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংক্রান্ত মামলাতেই হাইকোর্ট তাঁদের মক্কেলকে জামিন দিয়েছে বলে জানিয়েছেন কুণালের আইনজীবী দেবাশিস রায় এবং অয়ন চক্রবর্তী। অয়ন জানান, সারদা-কাণ্ডে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের দায়ের করা অন্য সব মামলায় কুণাল জামিন পেলেও এই মামলায় এত দিন তিনি জামিন পাননি।