চলল গুলি, বিহারে গণপিটুনিতে হত ১

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত আলিগঞ্জ বাজারে এক অটোরিকশা চালকের সঙ্গে অমর সিংহ নামে এক ব্যক্তির বচসাকে কেন্দ্র করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০১:১৩
Share:

চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় বার বিহারে গণপিটুনিতে মৃত্যু হল।

বিবাদের মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। যিনি গুলি চালালেন তাঁকে পিটিয়ে খুন করল স্থানীয়রা। বুধবার বিহারের জামুই জেলার ঘটনা। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় বার বিহারে গণপিটুনিতে মৃত্যু হল।

Advertisement

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত আলিগঞ্জ বাজারে এক অটোরিকশা চালকের সঙ্গে অমর সিংহ নামে এক ব্যক্তির বচসাকে কেন্দ্র করে। মীমাংসা করতে যান বাবলু যাদব নামে এক জন। সেই সময় আচমকাই অমর বন্দুক বার করে তাঁর পায়ে গুলি করেন। জেলার পুলিশ সুপার জগুনাথ জালারেড্ডি আজ জানান, ওই ঘটনার পরই উত্তেজিত জনতা ঘিরে ধরে অমরকে। বিপদ বুঝে একটি সাইকেল মেরামতির দোকানে আশ্রয় নেন। ক্ষিপ্ত এলাকাবাসী অমরকে বার করে বেধড়ক মারধর করেন। গণপিটুনিতে মৃত্যু হয় তাঁর। উত্তেজিত জনতা ওই দোকানে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে অমরের পরিচিতেরা ঘটনাস্থলে পৌঁছন। আলিগঞ্জ বাজারের স্থানীয়দের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পেশায় শিক্ষক আহত বাবলুকে চিকিৎসার জন্য অন্য জেলায় নিয়ে গিয়েছেন তাঁর পরিজনেরা।

Advertisement

বিহারের সারন জেলায় গত শুক্রবার মোষ চুরির চেষ্টার অভিযোগে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। মঙ্গলবার নওদায় ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে পিটিয়ে খুন করে গ্রামবাসীরা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement