দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করার পরেও পদত্যাগপত্র গ্রহণ করতে না বলে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানালো মিজোরাম প্রদেশ কংগ্রেস। এক নির্মাণ সংস্থা থেকে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ তুলে মিজোরামের স্বাস্থ্যমন্ত্রী লাল থানজারার বিরুদ্ধে সরব হয়েছিলে বিপক্ষ দলগুলি। থানজারা মুখ্যমন্ত্রী লাল থানহাওলার ভাই।
মিজো ন্যাশনাল ফ্রন্টের যুব শাখার সভাপতি কে ভানলালভেনা অভিযোগ করেন, সরকারি কাজের ঠিকা পাওয়া সানসাইন ওভারসিজ কোম্পানিতে ২১.৬ শতাংশ শেয়ার রয়েছে থানজারার।
৫০ টাকা দরে স্বাস্থ্যমন্ত্রীর নামে ৪৭৬০০০ শেয়ার রয়েছে। অভিযোগ, এই সংস্থাকে নিয়ম না মেনে বহু কোটি টাকার সরকারি কাজের বরাত দেওয়া হয়েছে। অভিযোগ নিয়ে জলঘোলা হওয়ার পরে কংগ্রেস ভবনে জরুরি বৈঠকে মিলিত হন থানজারা ও অন্য কংগ্রেস নেতারা।