অমিত শাহ- ফাইল চিত্র।
বিহারে নীতীশ কুমার বিজেপি-সঙ্গ ত্যাগ করে বিরোধী আরজেডির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ায় খানিক মুষড়ে পড়েছে বিহার বিজেপি। লোকসভা নির্বাচনের আগে বিহারে দলকে চাঙ্গা করতে এবার উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহার বিজেপি সূত্রের খবর, সেপ্টেম্বরেই বিহার সফরে আসতে চলেছেন শাহ। মিশন ২০২৪ কে সামনে রেখে লোকসভা নির্বাচনে বিহারে দলের লক্ষ্য বেঁধে দিতে পারেন তিনি।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর দু’দিনের সফরে বিহারে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের পূর্ণিয়া আর কিষাণগঞ্জে দু’টি জনসভা করতে পারেন তিনি।
অমিত শাহের সফর প্রসঙ্গে বিহারের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই সোমবার জানান, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর অমিত শাহ বিহারের সীমাঞ্চল এলাকায় থাকবেন। ২৩ তারিখ বিহারের পূর্ণিয়া অঞ্চলে স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব়ড় জনসভা করবেন বলে জানিয়েছেন তিনি। ওই দিন বিহারের সব নেতাকে সভায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। ২৪ তারিখ কিষাণগঞ্জে আরও একটি জনসভা করবেন শাহ।
বিহারের সীমাঞ্চল অঞ্চল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা। মুসলিম জনসংখ্যা বেশি। এই সীমাঞ্চল অঞ্চলেই অমিত শাহের দু’টো জনসভা করা পিছনে অন্য কৌশল দেখছেন অনেকে। নীতীশের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর অএবং বিজেপি সরকার থেকে সরে যাওয়ার দলের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, তা-ই এখন দেখার।