সন্দেহ ছিল প্রথম থেকেই। মিলল প্রমাণও।
গত জুন মাসে কেরল থেকে সন্দেহজনক ভাবে নিখোঁজ হয়ে যান ২২ জন। তাঁদের মধ্যে ছ’জন মহিলা এবং তিনটি শিশুও রয়েছে। নিরুদ্দেশ ওই ২২ জনেরই জঙ্গিযোগ রয়েছে বলে সন্দেহ করেন গোয়েন্দারা। তবে তারা কোথায় গিয়েছে তা নিয়ে এত দিন ধন্দ কাটেনি। এ বার এনআইএ-র একটি সূত্র জানাচ্ছে, ওই ২২ জনই বর্তমানে আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে রয়েছেন। ইয়াসমিন মহম্মদ জাহিদ নামে গ্রেফতার হওয়া এক মহিলা জেরায় এ কথা জানিয়েছেন। ২৯ বছরের ইয়াসমিন গত ১ অগস্ট দিল্লি বিমানবন্দর থেকে আফগানিস্তান উড়ে যাওয়ার পথে গ্রেফতান হন।
জেরায় ইয়াসমিন জানিয়েছেন, মে মাসে আব্দুল রশিদ নামে এক যুবকের সঙ্গে টেলিফোনে ‘নিকাহ’ করেন তিনি। সেই আব্দুলই তাঁকে বিভিন্ন ভিডিও পাঠাত, যেখানে ‘ধর্মীয় রাজ্য’ স্থাপনের কথা বলা হতো। আব্দুলের কাছ থেকেই ইয়াসমিন জানতে পারেন, জুলাইয়ে কেরল থেকে নিখোঁজদের সঙ্গে আব্দুল আফগানিস্তানের ‘ধর্মীয়-রাজ্যে’ পৌঁছেছে।